Mobile Recharge Plan: ভারতের বেসরকারি টেলিকম সংস্থাগুলি ধীরে ধীরে সস্তার রিচার্জ প্ল্যানগুলি গ্রাহকদের অজান্তেই তুলে নিচ্ছে। সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যানগুলি তুলে নিচ্ছে অনেক সংস্থা। সম্প্রতি রিলায়েন্স জিও (Airtel Recharge Plan) তাদের জনপ্রিয় ২৪৯ টাকার রিচার্জ (Airtel Recharge) বন্ধ করে দিয়েছে। এখন এয়ারটেলও (Mobile Recharge Plan) এই একই পথে হাঁটছে। এয়ারটেলও এই ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দিতে চলেছে।

এই রিচার্জ প্ল্যানে কী সুবিধে পেতেন

এয়ারটেলের ২৪৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি অনেক ব্যবহারকারীর কাছেই একটি দারুণ বিকল্প হিসেবে বিবেচিত হত। এই সস্তার রিচার্জ প্ল্যানে সুবিধে ছিল –

দৈনিক এক জিবি করে ডেটা

আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলের সুবিধে

দিনে ১০০টি করে এসএমএসের সুবিধে

২৪ দিনের বৈধতা

যারা স্বল্পমেয়াদী ও প্রয়োজনীয় ডেটার সুবিধে সহ প্যাক খুঁজতেন বা সাশ্রয়ী মূল্যের প্ল্যানে রিচার্জ করতেন, তারা এই ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান নিতেন।

কখন থেকে এই প্ল্যান বন্ধ হবে ?

এয়ারটেল টেলিকম সংস্থা তাদের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে একটি নোটিশ জারি করে জানিয়েছে যে এই প্যাকটি ২০ অগাস্ট ২০২৫ রাত ১২টার পর থেকেই বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য। এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা আছে যে ২০ অগাস্ট ২০২৫ তারিখে রাত ১২টা থেকেই কার্যকর হবে, ২৪৯ টাকার রিচার্জ বন্ধ করা হবে।

কেন এই পদক্ষেপ

২৪৯ টাকার রিচার্জ প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার পরে গ্রাহকদের কাছে সীমিত কম খরচের বিকল্প থাকবে। এই পদক্ষেপের ফলে ব্যবহারকারীদের বাধ্য করা হবে দীর্ঘমেয়াদি ব্যয়বহুল প্ল্যান বেছে নিতে। তবে এয়ারটেলের তরফে এই ২৪৯ টাকার প্ল্যানের কোনও বিকল্প এখনও ঘোষণা করা হয়নি।

রিলায়েন্স জিও-ও বন্ধ করেছে পরিষেবা

রিলায়েন্স জিও সংস্থাও সম্প্রতি তাদের সবথেকে সস্তার প্রিপেইড প্ল্যানগুলি চুপচাপ বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে ২০৯ টাকার প্ল্যান যার বৈধতা থাকত ২২ দিন আর ২৪৯ টাকার প্ল্যান যার বৈধতা থাকত ২৮ দিন যা প্রতিদিন ১ জিবি করে ডেটা দিত।

সোমবার বেশ কিছু ব্যবহারকারী এয়ারটেলের পরিষেবা বিভ্রাট নিয়ে অভিযোগ জানিয়েছিল। ডাউনডিটেক্টরে অভিযোগের সংখ্যা বেড়েই চলেছে ক্রমশ। গত সোমবার বিকেল সাড়ে ৪টের দিকে পরিষেবা ব্যাহত হওয়ার পরে ৩৫০০টিরও বেশি অভিযোগ এসেছে।