বর্তমান সময়ে লোকজনকে তাঁদের লাইফস্টাইলে বড়সড় পরিবর্তন আনতে হচ্ছে। আমাদের অনেক প্রয়োজনীয় কাজকর্মের জন্য বাড়িতে ভালো মানের ইন্টারনেট কানেকশনের ওপর নির্ভর করতে হয়। সে বাড়িতে থাকা স্মার্টফোনই হোক বা ল্যাপটপ বা স্মার্ট টিভি, এই সবই ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। বেশি সংখ্যক ডিভাইসের কারণে ইন্টারনেটের স্পিডে বেশ খারাপ প্রভাব পড়ে। ফলে এক্ষেত্রে কাজকর্মে ব্যাঘাত ঘটে।


কিন্তু এতেও একটা সারপ্রাইজ রয়েছে। স্পিড কম হওয়ার পিছনে পুরো কারণ আপনার ব্রডব্যান্ড কানেকশন নয়। ইন্টারনেট স্পিড কম হলে আমরা কানেকশনই দায়ী বলে ভেবে নিই।যদিও কম ক্ষমতা সম্পন্ন ওয়াইফাই রাউটার এজন্য সবচেয়ে বেশি দায়ী।


টেক জায়ান্ট এয়ারটেল (Airtel) গ্রাহকদের এই সমস্যার সমাধান বের করে ফেলেছে। এয়ারটেল নিজেদের ফাইবার প্ল্যানে 1GBPS স্পিড তো নিয়ে এসেইছে, সেইসঙ্গে এয়ারটেল এমন রাউটার তৈরি করেছে যা ওয়াইফাই-এ 1GBPS স্পিড সাপোর্ট করে।


এর আগে বাজারে যে রাউটার রয়েছে, সেগুলি শুধু LAN-এর সময়ই 1GBPS স্পিড দিতে পারে। কিন্তু এয়ারটেলের নয়া রাউটার ওয়াইফাই-এ 1GBPS স্পিড দেওয়ার সক্ষমতা রাখে। শুধু তাই নয়, আপনি এই রাউটারে একই সময়ে অনেকগুলি স্মার্ট ডিভাইসে দ্রুত স্পিড উপভোগ করতে পারেন।


আপনার বিশ্বাস করা কঠিন, কিন্তু আমরা আপানাকে উদাহরণের মাধ্যমে এই বিষয়টি বুঝিয়ে দিতে পারি। 1GBPS স্পিডের অর্থ আপনি 4K  রেজোলিউশনের 4GB সাইজের ভিডিও মাত্র তিন মিনিটে ডাউনলোড করতে পারেন। আপনি কম্পিউটারে যদি অনলাইন গেম খেলেন, তাহলে 95GB-র আপডেটের ডাউনলোড করতে মাত্র ২০ মিনিট সময় লাগে।


এয়ারটেলের নয়া ওয়াইফাই রাউটার শুধু ভালো স্পিডই দেয় না, সেইসঙ্গে এর রেঞ্জও অনেকটা দূর পর্যন্ত থাকে। রেঞ্জ আরও বেশি দূরে পৌঁছে দিতে ওয়াইফাই রাউটারে চার অ্যান্টেনা লাগানো হয়েছে। এজন্য ইন্টারনেট ব্যবহারের জন্য আপনার কোনও বিশেষ জায়গায় থাকার প্রয়োজন নেই, আপনি পুরো বাড়িতেই ওয়াইফাইয়ের আনন্দ উপভোগ করতে পারেন।


আপনি হয়ত ভাবছেন, এয়ারটেলের এই নয়া রাউটার বেশ দামী হবে? কিন্তু কোম্পানি 1GBPS-এর ওয়াইফাই প্ল্যানের সঙ্গে এই রাউটার পুরোপুরি বিনামূল্যে দিচ্ছে। রাউটারের জন্য আপনার কোনও অতিরিক্ত অর্থ দেওয়ার কোনও প্রয়োজন নেই। এয়ারটেল আগে থেকেই নিজেদের ব্রডব্র্যান্ড সার্ভিসে অনেকটাই এগিয়ে। এখন নয়া রাউটার আপনার ওয়াইফাই ব্যবহারের পদ্ধতিতে এক নয়া মাত্রা যুক্ত করবে।


এমন অনেক কোম্পানি রয়েছে, যারা 1GBPS স্পিডের সুবিধা দেওয়ার  দাবি করে থাকে, কিন্তু এয়ারটেল বাস্তবে নিজেদের ব্রডব্র্যান্ড সার্ভিসে প্রকৃতই 1GBPS স্পিডের সুবিধা দিয়ে থাকে।


বর্তমান সময়ে ভালো ইন্টারনেট সবার জন্যই প্রয়োজন হয়ে উঠেছে এবং দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এয়ারটেল গ্রাহকদের অভিজ্ঞতা সবচেয়ে ভালো করার জন্য সবসময়ই কিছু না কিছু নতুন নিয়ে আসে।