Smartwatch: অ্যামেজফিট সংস্থা তাদের নতুন স্মার্টওয়াচ অ্যামেজফিট পপ ২ (Amazfit Pop 2) ভারতে লঞ্চ করতে চলেছে আগামী ২২ নভেম্বর। ইতিমধ্যেই এই স্মার্টওয়াচের দাম ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভারতে অ্যামেজফিট পপ ২ স্মার্টওয়াচের দাম ৫০০০ টাকার কম হবে।
ভারতে অ্যামেজফিট পপ ২ স্মার্টওয়াচের দাম
এই স্মার্টওয়াচের আসল দাম ৩৯৯৯ টাকা। কিন্তু শুরুতে কিছুটা ছাড়ে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। সেক্ষেত্রে এই স্মার্টওয়াচ কেনা যাবে ৩২৯৯ টাকায়। তবে এই দাম কেবলমাত্র ফ্লিপকার্টেই প্রযোজ্য। যদিও ফ্লিপকার্টে এখন এই স্মার্টওয়াচের দাম ৫৯৯৯ টাকা ধার্য করা রয়েছে যা মনে করা হচ্ছে MRP। অন্যদিকে ২৩ নভেম্বর থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই স্মার্টওয়াচ কেনা যাবে ৩৯৯৯ টাকায়। কালো এবং গোলাপি রঙে লঞ্চ হবে এই স্মার্টওয়াচ।
অ্যামেজফিট পপ ২ স্মার্টওয়াচের স্পেসিফিকেশন এবং ফিচার
- চৌকো আকৃতির ডায়াল থাকবে এই স্মার্টওয়াচে। তার সঙ্গে থাকবে সিলিকন স্ট্র্যাপ। স্মার্টওয়াচের যে ফ্রেম রয়েছে তা খুব উচ্চ মানের চকচকে ধাতু দিয়ে গড়া। আর এ বাটন রয়েছে তা তৈরি হয়েছে স্টেনলেস স্টিলে।
- একটি ১.৭৮ ইঞ্চির HD AMOLED প্যানেল এবং 2.5D Curved Glass রয়েছে এই স্মার্টওয়াচে। একাধিক ওয়াচ ফেসের সুবিধাও থাকছে ইউজারদের জন্য।
- অ্যামেজফিট পপ ২ স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন হেলথ ফিচার। তার মধ্যে অন্যতম ২৪ ঘণ্টার হার্ট রেট মনিটর এবং SpO2 সেনসর। ১০০টির বেশি স্পোর্টস মোডও রয়েছে অ্যামেজফিটের এই স্মার্টওয়াচে।
- ব্লুটুথ বেসড AI স্পিচ অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। এর সাহায্যে গুগল অ্যাসিসট্যান্ট এবং অ্যাপেরলের সিরি’র সাপোর্ট পাওয়া যাবে।
- এই স্মার্টওয়াচের ২৭০ এমএএইচ ব্যাটারিতে একবার চার্জ দিলে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। এছাড়াও ফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ যুক্ত থাকলে ঘড়ির মাধ্যমেই ফোনকল রিসিভ করতে পারবেন আপনি। কারণ এই স্মার্টওয়াচে রয়েছে একটি মাইক্রোফোন এবং একটি ইন-বিল্ট স্পিকার। এসএমএস এবং বিভিন্ন অ্যাপের অ্যালার্ট, নোটিফিকেশনও দেখা যাবে এই স্মার্টওয়াচেই।
Fire Boltt Ring Plus
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ Fire Boltt Ring Plus। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯১ ইঞ্চির একটি এইচডি ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে ১০০-র বেশি স্পোর্টস মোড। অনলাইনেই কেনা যাচ্ছে এই স্মার্টওয়াচ। জানা গিয়েছে Fire Boltt Ring Plus স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে নেভি ব্লু, গোলাপি, লাল, সাদা এবং কালো রঙে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। ভারতে Fire Boltt Ring Plus স্মার্টওয়াচের দাম ২৪৯৯ টাকা।