Amazon: অ্যামাজনে (Amazon) ইতিমধ্যেই কর্মী ছাঁটাই (Layoff) শুরু হয়েছে। চলতি সপ্তাহেই প্রায় ১০ হাজার কর্মী চাকরি খুইয়েছেন। এর মাঝেই এল আশঙ্কার খবর। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি জানিয়েছেন তাদের কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া ২০২৩ সাল অর্থাৎ আগামী বছরেও চালু থাকবে। আরও কর্মী ছাঁটাই করবে অ্যামাজন। বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছিল ট্যুইটারের হাত ধরে। তারপর কর্মী ছাঁটাই করেছে মেটা কর্তৃপক্ষও। এবার সেই তালিকায় নাম জুড়েছে অ্যামাজনের। এর মধ্যে জোম্যাটোর সহ-প্রতিষ্ঠাতাও পদত্যাগ করেছেন।
শোনা গিয়েছে, অ্যামাজন সংস্থা তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট ডিভিশন থেকেও চলছে কর্মী ছাঁটাই। এর পাশাপাশি এইচআর বিভাগে কর্মরতদের voluntary buyout offers- ও পাঠানো হয়েছে অ্যামাজনের তরফে। এই প্রথম কর্মী ছাঁটাই প্রসঙ্গে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। সেখানেই নিশ্চিত ভাবে তিনি জানিয়েছেন যে আগামী বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রাখবে সংস্থা। কত জন কর্মীকে ছাঁটাই করা হবে, অর্থাৎ অ্যামাজনের কতজন কর্মী চাকরি খোয়াবেন তার নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ধরে নেওয়া হয়েছে যে ১০ হাজারের কাছাকাছি কর্মী অ্যামাজনের এই ছাঁটাই প্রক্রিয়ার দৌলতে কাজ হারাবেন। যেসব কর্মীকে ছাঁটাই করা হচ্ছে তাঁদের দু’মাসের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে বলা হয়েছে।
ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর কাণ্ড ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক (Elon Musk)। ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি চলছে নিত্যনতুন নিয়মের প্রয়োগ। ট্যুইটারের (Twitter) সিইও পদে আসীন হয়েই প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে দিয়েছিলেন ইলন। সেই সঙ্গে বড়সড় রদবদল হয়েছিল বোর্ড অফ ডিরেক্টরদের ক্ষেত্রেও। পরাগ আগরওয়ালের সঙ্গে আরও দুই ভারতীয় বংশোদ্ভূত উচ্চপদস্থ ট্যুইটার আধিকারিককে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। বিভিন্ন স্তরের উচ্চ পদমর্যাদার লোকেদের সরানোর জন্য মোটা অঙ্কের মাশুল গুনতে হয়েছে তাঁকে। তবুও পরোয়া নেই। এর মাঝে আবার বিপুল পরিমাণে টেসলার শেয়ারও বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক। অনুমান, ট্যুইটারে হয়ে যাওয়া ক্ষতি পূরণের জন্যই বিক্রি করতে হয়েছে শেয়ার। জানা গিয়েছে, ট্যুইটারের ভারতীয় সংস্থায় প্রায় ৯০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক।
কর্মীদের একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন ইলন মাস্ক (Elon Musk)। ট্যুইটারের (Twitter) দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক কর্মীকে ছাঁটাই করেছেন তিনি। সম্প্রতি কর্মীদের নতুন বার্তা পাঠিয়েছেন তিনি। নতুন মেসেজে বলা হয়েছে ট্যুইটারের জন্য দীর্ঘক্ষণ ধরে এবং প্রচুর চাপ নিয়ে কাজ করতে হবে কর্মীদের। কার্যত টানা ঘাড় গুঁজে কাজ করার কথাই বলছেন ইলন মাস্ক। আর এমনটা না করলে কর্মীরা ট্যুইটার সংস্থা থেকে পত্রপাঠ বিদায় নিতে পারেন। বিচ্ছেদের জন্য প্রয়োজনীয় প্যাকেজও বেছে নিতে পারবেন কর্মীরা। এই প্যাকেজে তিনমাসের বেতন দেওয়া হবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- ইউটিউব শর্টসে নতুন বৈশিষ্ট্য, ছোট ভিডিও তৈরি করে আয়ের সুযোগ