Youtube Shorts for Creators: শর্টস তৈরি করে উপার্জনের সুযোগ তৈরি করে দিতে চলেছে ইউটিউব।  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব এখন শর্টস নির্মাতাদেরও উপার্জন করার সুযোগ দিতে চলেছে। কোম্পানি এখন ক্রমাগত তার নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। যেখানে নতুন বৈশিষ্ট্য যুক্ত করছে এই ভিডিয়ো প্লাটফর্ম। 


YouTube New Feature: ইউটিউবের নতুন বৈশিষ্ট্য
পরিসংখ্যান বলছে, বর্তমানে ছোট ছোট ভিডিওর ভিউয়ারশিপ বেড়েই চলেছে।  এই বিষয়টি মাথায় রেখে ইউটিউব তার প্ল্যাটফর্মের জন্য ইউটিউব শর্টস নামে একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অন্যান্য ভিডিওর তুলনায় শর্টস তৈরিতে বেশি সময় ব্যয় করছেন। ইউটিউবও এই সুযোগটি হাতছাড়া করতে চায় না । তাই ইউটিউবে রাজস্বের পাশাপাশি নির্মাতাদের অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে কোম্পানি।


Youtube Shorts: কী সুবিধা দিচ্ছে কোম্পানি ?
সম্প্রতি ইউটিউব শর্ট-এ একটি নতুন ফিচার যোগ করেছে। যা পরীক্ষামূলকভাবে আমেরিকার কিছু শর্ট ক্রিয়েটরদের মধ্যে দেওয়া হয়েছে। এই নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ইউটিউবের যেকোনও ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। গুগলের প্রকাশিত বিবৃতি বলছে, আমেরিকা, ভারত, ব্রাজিল, কানাডা ও অস্ট্রেলিয়ার দর্শকরা ট্যাগ ও ইন্টারঅ্যাকশনের এই অপশন পাবেন। 


YouTube New Feature: নির্মাতারা এভাবে টাকা পাবেন
সম্প্রতি ইউটিউব ক্রিয়েটরদের আয় বাড়াতে আরেকটি ফিচার যুক্ত করেছে। যেখানে বিজ্ঞাপনগুলি ইউটিউবে আপলোড করা ছোট ভিডিওগুলিতে দেখা যাবে। এই বিজ্ঞাপনগুলির ৪৫ শতাংশ প্রোডাক্ট প্রস্তুতকারক দেওয়া হবে। ইউটিউবের এই নতুন বৈশিষ্ট্যের সঙ্গে সব ভিডিও প্ল্যাটফর্মের জন্য একটি কঠিন প্রতিযোগিতা হবে। বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মগুলির সঙ্গে সেয়ানে -সেয়ানে টক্কর হবে ইউটিউব শর্টসের।


Tiktok কঠিন প্রতিযোগিতা দিচ্ছে
বিশ্বের বেশিরভাগ দেশে নিষিদ্ধ হওয়ার পরেও ছোট ভিডিওগুলির ক্ষেত্রে এখনও নিজেদের আধিপত্য অটুট রেখেছে টিকটক । সংখ্যাতত্ত্বের দিকে তাকালে দেখা যাবে, ছোট ভিডিও তৈরিতে বিশ্বের বুকে  টিক টক সবচেয়ে বেশি অবদান রেখেছে। একে একে সব দেশ থেকে টিকটক নিষিদ্ধ হওয়ার পরে ইনস্টাগ্রাম ও ইউটিউব শর্টগুলি উপকৃত হয়েছে। তবে যেখানে টিকটক এখনও নিষিদ্ধ হয়নি সেখানে এটি অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে জোরদার প্রতিযোগিতা দিচ্ছে। এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে YouTube সম্প্রতি তার টিভি অ্যাপেও ছোট ভিডিও যুক্ত করেছে।