Amazon Festival Sale: HP 14 (2021) 10th জেনারেশন ইন্টেল কোর আই 5 ল্যাপটপ গেমিং, কোডিং বা অফিসের কাজের জন্য একটি প্রিমিয়াম মানের ডিভাইস। বর্তমানে দুর্দান্ত অফারে অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে এই ল্যাপটপ।চমৎকার স্পেসিফিকেশন-সহ, এই ল্যাপটপটিতে MRP-তে ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার রয়েছে।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


এই ল্যাপটপের বিশেষত্ব ও অফার সম্পর্কে নিচে দেওয়া হল।
HP 14 (2021) 10th Gen Intel Core i5 Laptop, 8GB RAM, 512GB SSD, 14-inch (35.6 cm) FHD Screen, 4G LTE, Win 10, MS Office, Natural Silver, 1.49 Kg (14s-er0503TU)সিলভার কালারে পাওয়া যায়।


এই লাইটওয়েট ল্যাপটপটির মূল্য 77,996 টাকা। যদিও অ্যামাজনের সেলে এই ডিভাইস 64,990 টাকায় পাওয়া যাচ্ছে। যার ফলে 13,000 টাকার বেশি এমআরপিতে সরাসরি ছাড় রয়েছে।


এছাড়াও Axis Bank, IndusInd Bank ও Citibank-এর ক্রেডিট  ও ডেবিট কার্ড থেকে পেমেন্টের উপর 1,500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে এই ল্যাপটপের সঙ্গে। তাই এই অফারের সঙ্গে ল্যাপটপটি এখন 63,490 টাকায় পাওয়া যাচ্ছে।


ক্রেতারা এই ল্যাপটপ কিনতে গিয়ে এক্সচেঞ্জ অফারও পেতে পারেন৷ কেউ পুরোনো ল্যাপটপ দিলে 18,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন। যদিও আপনার পুরোনো ল্যাপটপের অবস্থার উপর এর দাম নির্ভর করবে।


এইসব অফার ছাড়াও, গ্রাহকের কাছে নো-কস্ট ইএমআইয়ের অপশন রয়েছে। যাতে প্রতি মাসে কিস্তিতে টাকা দিতে পারবেন ক্রেতা।


এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন প্রোডাক্টের দাম


স্পেসিফিকেশন: 
এই ল্যাপটপ HP-র 14s-er0503TU সিরিজের অন্তর্গত। 
ইন্টারনেট না থাকলে ব্যবহারকারীরা সিম কার্ড থেকে ইন্টারনেট ডেটা ব্যবহারের সুবিধা নিতে পারবেন।


এতে FHD মাইক্রো-এজ, অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে রয়েছে। এই ল্যাপটপের স্ক্রিন সাইজ 14 ইঞ্চি


ল্যাপটপে উইন্ডোজ 10 হোম অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। 
প্রসেসর হিসাবে 10th জেনারেশন ইন্টেল কোর i5-1035G1 চিপসেট দেওয়া হয়েছে মেশিনে।
এতে 8 GB DDR4-2666 SDRAM RAM আছে। যা 16 GB পর্যন্ত আপগ্রেড করা যাবে। 
ল্যাপটপের স্টোরেজ 512 জিবি।
এই ল্যাপটপে 3-সেল লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে।


এই ডিভাইসে 2টি USB 3.0 পোর্ট ও 1টি HDMI পোর্ট রয়েছে।


এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন প্রোডাক্টের দাম
 


আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?


আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার


আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম