Amazon Festival Sale: অ্যামাজনের সেলে চলছে বাম্পার ডিল। যেখানে পুরো হাফ দামে পাবেন রোজ ব্যবহারের বহু জিনিস। এই পণ্যগুলির মধ্যে রয়েছে ফায়ার স্টিক, ইকো অটো, ইয়ারবাডস, স্পিকার ও পাওয়ার ব্যাঙ্ক। এই গ্যাজেটগুলির দামও খুব কম। 

Continues below advertisement

অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল

১ Fire TV Stick (3rd Gen, 2021)অ্যামাজনের সেলে স্মার্ট টিভির সঙ্গে ফায়ার টিভি স্টিক জুড়তে দেখতে পারেন সেরা ডিল। এই ফায়ার স্টিকে 3rd Gen 2021 সম্পূর্ণ নতুন আলেক্সা ভয়েজ রিমোট রয়েছে।দাম 4999 টাকা হলেও আপনি এটি সেলে 2199 টাকায় পাবেন। এই অ্যামাজন ফায়ার স্টিকের সাহায্যে,  স্মার্ট টিভিকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে পারবেন। সব ধরনের অ্যাপ কান্ক্টে করতে পারবেন কেবল ভয়েজ কমান্ডের সাহায্যে। যার ফলে আপনার অপারেট করা অনেক সহজ হয়ে যাবে।

Continues below advertisement

এই লিঙ্কে ক্লিক করলেই জানতে পারবেন দাম

২ Echo Auto আপনার গাড়ির সঙ্গে ফোনের যোগাযোগ তৈরি করতে এটি একটি দারুণ ডিভাইস। 4,999 টাকা দাম হলেও সেলে পুরো 50% ছাড়ের পর 2,499 টাকায় পাওয়া যাচ্ছে এই ডিভাইস। ইকো অটোতে 12V চার্জিং সকেট দিয়েছে কোম্পানি। স্টিরিও সিস্টেমটি ব্লুটুথ, ইউএসবি পোর্ট ও 3.5 মিমি অক্জিলিয়ারি কেবলের মাধ্যমে জুড়তে পারবেন। আপনার ফোনে অ্যালেক্সা অ্যাপটি ডাউনলোড করে কল, কল সংযোগ বা বিচ্ছিন্ন ছাড়াও মিউজিক বাজাতে পারবেন এই ডিভাইসের মাধ্যমে। এই সবই হ্যান্ডস ফ্রি, কোনও কমান্ড ছাড়াই এই কাজ করতে পারবেন গ্রাহক।

অ্যামাজনে ভারী ডিসকাউন্ট ইকো অটোতে, জেনে নিন দাম ৩ Redmi Earbuds 2C Wireless Earphonesঅ্যামাজনের সেলে এই ব্র্যান্ডেড ইয়ারবাডস আপনি পাচ্ছেন মাত্র 999 টাকায়। Redmi Earbuds দাম 1,990 টাকা হলে তাতে এখন বিক্রিতে 50% ছাড় পাওয়া যাচ্ছে। এই হেডফোনগুলি IPX4 সুরক্ষা দেওয়া রয়েছে। ফলে জল ও ঘাম প্রতিরোধী হওয়ার কারণে সহজেই এই ডিভাইস নিয়ে আপনি জগিং বা ব্যায়াম করতে পারবেন। এতে সিরি, আলেক্সা, গুগল ভয়েজ অ্যাসিস্ট্যান্টের বৈশিষ্ট্য আছে।এখানে একটি মাল্টি-ফাংশন বাটন আছে। যার মাধ্যমে আপনি কল বা মিউজিক অন করতে পারেন। এছাড়াও কল চলাকালীন মিউজিক বাজাতে বা পজ করতে পারবেন। এই ব্লুটুথ ইয়ারবাডগুলির ব্যাটারিও বেশ শক্তিশালী, যা 12 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।

রেডমির ইয়ারবাডসের দাম জানতে ক্লিক করুন এই লিঙ্কে

৪ Ambrane 10000 mAh Lithium Polymer Power Bankআজকাল পাওয়ার ব্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস। ফোনের ব্যাটারি ফুরিয়ে গেলে কাজে আসে এই গ্যাজেট।অ্যামব্রান কোম্পানির এই পাওয়ার ব্যাঙ্ক 1000 এমএএইচ-সহ অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে। 1499 টাকা দামের এই পাওয়ার ব্যাঙ্ক মাত্র 799 টাকায় সহজেই পেয়ে যাবেন আপনি। এটি ইউএসবি এর মাধ্যমে যুক্ত করা যাবে। কালো ছাড়াও অন্যান্য রঙে পাওয়া যাবে এই ডিভাইস। 

অ্যামাজনে Ambrane Power Bank পান অবিশ্বাস্য দামে, দেখে নিন প্রাইস

আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?

আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার

আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম

আরও পড়ুন : Amazon Navratri Sale: অ্যামাজন নবরাত্রি সেলে দারুণ অফার, ২০০০টাকার মধ্যে পাবেন স্মার্ট ফিটনেস ট্র্যাকার