Smartphones: স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেকেই প্রাধান্য দেন ফোনের ক্যামেরা ফিচারের (Camera Specifications) উপর। আজকাল বিভিন্ন সংস্থা তাদের ফোনে যতটা সম্ভব আধুনিক এবং উন্নত ক্যামেরা স্পেসিফিকেশন (Advanced Camera Features) যুক্ত করার চেষ্টা করে। এতদিন ৫০ মেগাপিক্সেল কিংবা ৬৪ মেগাপিক্সেল অথবা ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের দিকে আগ্রহ ছিল ক্রেতাদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের পছন্দ এবং চাহিদা আরও বেড়েছে। আর তাই ২০২৪ সালে ২০০ মেগাপিক্সেলের (200 Megapixel Camera) ক্যামেরা সেনসর যুক্ত ফোনও হাজির হয়েছে ভারতের বাজারে। এই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নেওয়া যাক।


Honor 90 5G 


অ্যামাজনে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এর সঙ্গে রয়েছে ১০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অন্যান্য ইএমআই অফার। Honor 90 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ২০০ মেয়াপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফোনের ডিসপ্লের উপরে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। Honor 90 5G ফোনে একটি ৬.৭ ইঞ্চির কোয়াড কার্ভড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৪- র আপডেট পাওয়া যাবে Honor 90 5G ফোনে। 


স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা


অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনের দাম ১,২৯,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে এই ছাড় পাওয়া যাবে। এর সঙ্গে নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও রয়েছে। স্যামসাং গ্যালাক্সির এই প্রিমিয়াম ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ২০০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার খাতিরে রয়েছে Corning Gorilla Glass Armor। এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সির এই ফোনের সঙ্গে রয়েছে S Pen stylus সাপোর্ট রয়েছে। Androdi 14 OS এবং One UI 6 out of the box- এর সাপোর্টে পরিচালিত হবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোন। 


আরও পড়ুন- নোকিয়া জি৪২ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?