iPhone 13 Price Offers: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale) প্রাইম মেম্বারদের জন্য ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে। বাকিরা কেনাকাটার সুযোগ পাবেন ২৭ সেপ্টেম্বর থেকে। আইফোন ১৫ সিরিজের (iPhone Series) বিভিন্ন মডেল যেমন- আইফোন ১৫, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের দামে রয়েছে ব্যাপক ছাড়। এর পাশাপাশি আইফোন ১৩ সিরিজের (iPhone 13) বেস মডেলের দামেও রয়েছে আকর্ষণীয় অফার। ৪০ হাজার টাকার কম দামে আইফোন ১৩ (iPhone 13 Series) কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আইফোন ১৩- র দাম ধার্য হয়েছে ৪১,৯৯৯ টাকা। এই দাম থেকেই শুরু হচ্ছে আইফোন ১৩- র মডেল। লঞ্চের সময় দাম ছিল ৫৯,৬০০ টাকা। অর্থাৎ ১৭,৬০১ টাকা ছাড় পেতে চলেছেন ক্রেতারা। এরপরে রয়েছে আরও ছাড়। ক্রেতার কাছে এসবিআই কার্ড থাকলে ১২৫০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। তার ফলে আইফোন ১৩- র দাম কমে হবে ৪০,৭৪৯ টাকা। ইএমআই অপশনের সাহায্যে ফোন কিনলে আরও ২০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর ফলে আইফোন ১৩- র দাম কমে ৪০ হাজার টাকার থেকেও কম হবে। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারের সুবিধা তো থাকছেই। এই এক্সচেঞ্জ অফারের সাহায্যে আইফোন ১৩- র দাম অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আরও অনেকটাই কমবে বলে অনুমান। অতএব বেশ সস্তায় আইফোন ১৩ কেনার সুযোগ থাকছে ক্রেতাদের কাছে।
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছে। তার আগে থেকেই আগের আইফোন সিরিজের ফোনগুলির দাম কমা শুরু হয়েছে। সেই ট্রেন্ডই বজায় রয়েছে অ্যামাজনের এই সেলে। অন্যদিকে একই সময়ে চলছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল। সেখানেও আইফোনের বিভিন্ন সিরিজের একাধিক মডেলের দামে রয়েছে আকর্ষণীয় ছাড়। লঞ্চের সময়ের তুলনায় অনেকটাই কম দামে কেনা যাবে ওই ফোনগুলি। থাকছে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই- এর অপশন। সব মিলিয়ে ক্রেতারা বেশ ভাল পরিমাণ অফারের সঙ্গে আইফোন কেনার সুযোগ পাবেন ই-কমার্স সংস্থাগুলি থেকে।
আরও পড়ুন- ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে অবিশ্বাস্য কম দামে পাবেন আইফোন ১৫ প্রো, কী কী অফার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।