Amazon Great Summer Sale: জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের গ্রেট সামার সেল (Amazon Great Summer Sale) শুরু হতে চলেছে আগামী ৪ মে। তবে এই সেল কবে শেষ হবে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মে মাসের শেষ পর্যন্ত এই সেল চালু রাখতে পারে অ্যামাজন কর্তৃপক্ষ। তবে এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। শোনা যাচ্ছে, অ্যামাজনের এই গ্রেট সামার সেলে আইফোন ১৪, ওয়ানপ্লাস ১০আর, আইকিউওও জেড৬ এবং আরও অনেক ফোনের দামে ভাল পরিমাণে ছাড় থাকবে। এর পাশাপাশি ছাড় থাকবে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের দামেও।
অ্যামাজনের গ্রেট সামার সেলে কোন কোন স্মার্টফোনের দামে কত ছাড় থাকতে চলেছে সেটা একনজরে দেখে নেওয়া যাক
- আইফোন ১৪- অ্যামাজনের ওয়েবসাইটে সেল পেজে বলা হচ্ছে আইফোন ১৪ 'বিগেস্ট ডিসকাউন্ট' পেতে চলেছে আসন্ন সেলে। তবে দাম কমে কত হবে তা এখনও জানা যায়নি। অ্যামাজনের গ্রেট সামার সেলে আইফোন ১৪-র ডিল ট্যাগ লাইন হল 'lowest ever price on Amazon'। তবে দাম এখনও প্রকাশ্যে আনেনি অ্যামাজন সংস্থা।
- স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি- সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোন। ১৪,৯৯০ টাকায় স্যামসাংয়ের এই স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। ১৫ হাজার টাকার কমে এটি একটি অন্যতম ভাল ৫জি ফোন। অ্যামাজনের গ্রেট সামার সেলে এই ফোনের দাম আরও কমে ১২,৪৯০ টাকা হতে চলেছে। এর সঙ্গে যুক্ত থাকবে ব্যাঙ্ক অফার।
- আইকিউওও জেড৬ লাইট- অ্যামাজনের আসন্ন গ্রেট সামার সেলে আইকিউওও জেড৬ লাইট ফোন কেনা যাবে ১৫ হাজার টাকার কমে, ১২,৪৯৯ টাকায়।
- ওয়ানপ্লাস ১০আর- আপনার বাজেট যদি ৩০ হাজার হয়, তাহলে এই ফোন অ্যামাজনের সেলে পেয়ে যাবেন ২৯,৯৯৯ টাকায়। এর সঙ্গে যুক্ত সমস্ত ব্যাঙ্ক অফার।
- ওয়ানপ্লাস ১১ ৫জি- ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ডিভাইস নতুনই লঞ্চ হয়েছে ভারতে। ব্যাঙ্ক অফার সমেত এই ফোনের ছাড় যুক্ত দাম ৫৫,৯৯৯ টাকা হতে চলেছে অ্যামাজনের সেলে।
- শাওমি ১২ প্রো- অ্যামাজনের গ্রেট সামার সেলে এই ফোন কেনা যাবে ৪২,৯৯৯ টাকায়। এর সঙ্গে থাকছে ব্যাঙ্ক অফার।
- স্যামসাং গ্যালাক্সি এস২২- অ্যামাজনের আসন্ন সেলে এই ফোন কেনা যাবে ৫১,৯৯৯ টাকায়।
অন্যান্য গ্রাহকদের তুলনায় প্রাইম মেম্বারদের জন্য একদিন আগে চালু হবে অ্যামাজনের এই সেল। অর্থাৎ অ্যামাজন প্রাইম মেম্বাররা গ্রেট সামার সেলে অন্যান্য গ্রাহকদের তুলনায় একদিন আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন।
আরও পড়ুন- দিনের বেলা ঘুমানো ভাল না ক্ষতিকর? জেনে নিন কী বলছে গবেষণা?