iPhone 15 Series Offers: যাঁরা আইফোন (Apple iPhone) কেনার পরিকল্পনা করছেন এবং একদম লেটেস্ট ভার্সান অর্থাৎ আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series) কেনার কথা ভাবছেন তাঁরা অবশ্যই একবার নজর রাখতে পারেন ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইটে। কারণ আইফোন ১৫ (iPhone 15), আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus) এবং আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro)- র দামে ভাল পরিমাণে ছাড় দিচ্ছে অ্যামাজন। শুধুমাত্র আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের ক্ষেত্রে এই মুহূর্তে অফারের কথা ঘোষণা করেনি এই ই-কমার্স সংস্থা। আইফোন ১৫ হল আইফোন ১৫ সিরিজের বেস মডেল। আইফোন ১৫ প্লাস ফোনে বেস মডেলের তুলনায় বড় স্ক্রিন এবং আধুনিক ও উন্নত ক্যামেরা ফিচার রয়েছে। এর পাশাপাশি আইফোন ১৫ প্রো মডেলে রয়েছে সমস্ত ধরনের উন্নত ও আধুনিক ফিচার। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস এবং আইফোন ১৫ প্রো- তিনটি মডেলেই রয়েছে ৫জি কানেক্টিভিটির সাপোর্ট এবং এ১৬ বায়োনিক চিপসেট। এবার দেখে নেওয়া যাক এই তিন ফোনের দাম কতটা কমেছে অ্যামাজনের ওয়েবসাইটে। 


আইফোন ১৫


বর্তমানে অ্যামাজন ইন্ডিয়া, এই ই-কমার্স সংস্থার ওয়েবসাইট থেকে আইফোন ১৫ সিরিজের বেস মডেল কেনা যাবে ৭০,৯৯০ টাকায়। আইফোন ১৫ মডেলে রয়েছে ৬.১ ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে। এছাড়াও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ২এক্স টেলিফটো জুম। অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপ রয়েছে এই ফোনে। একবার চার্জ দিলে সারাদিন চালু থাকবে আইফোন ১৫- র ব্যাটারি। এই আইফোন মডেলে ডায়নামিক আইল্যান্ড ফিচার রয়েছে। ডিসপ্লের উপর রয়েছে সেরামিক শিল্ড। 


আইফোন ১৫ প্লাস


অ্যামাজন থেকে আইফোন ১৫ প্লাস মডেল কেনা যাবে ৮০,৯৯০ টাকায়। এই ফোনে ৬.৭ ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে রয়েছে। আইফোন ১৫- র সঙ্গে ফিচারে প্রায় সবদিক থেকেই মিল রয়েছে এই প্লাস মডেলের। এখানেও রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার, অ্যালুমিনিয়াম বডি, ওয়াট্রা রেজিসট্যান্ট ফিচার, ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর, এ১৬ বায়োনিক চিপসেট। 


আইফোন ১৫ প্রো


অ্যামাজন থেকে এই ফোন এখন কেনা যাবে ১,২৭,৯৯০ টাকায়। এই ফোনে অ্যাপেলের এ১৭ প্রো চিপসেট রয়েছ। এছাড়াও রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। ৬.১ ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে রয়েছে আইফোন ১৫ প্রো মডেলে। ৪৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই আইফোন মডেলেও। 


আরও পড়ুন- পাসওয়ার্ড ছাড়াই লক করা যাবে হোয়াটসঅ্যাপ, আইফোনের জন্য এবার বিশেষ সুবিধা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।