Gaming Keyboards: আপনি যদি একজন গেমার (Gamer) হন তাহলে শুধু ভাল গেমিং ফোন (Gaming Phone) কিংবা উন্নত ও আধুনিক কম্পিউটারেই সন্তুষ্ট হবেন না। কারণ গেমারদের পছন্দের তালিকায় থাকে বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ (Gaming Keyboards)। এই তালিকায় রয়েছে কিবোর্ড যেখানে RGB LED লাইটিং সাপোর্ট পাওয়া যাবে। বিশেষ ধরনের গেমিং কি-বোর্ডে থাকবে মাল্টিমিডিয়া কি (Multi Media Key) এবং আরও অনেক ধরনের ফিচারের সাপোর্ট। যদি আপনি নিজের গেমিং ডেস্কটপ কিংবা ল্যাপটপের সঙ্গে উন্নত ও আধুনিক গেমিং কিবোর্ড (Gaming Keyboard) যুক্ত করতে চান তাহলে এটাই হল ভাল সময়। কারণ অ্যামাজনে (Amazon India) এখন গেমিং কিবোর্ডের দামে ৫০ শতাংশের বেশি ছাড় পাবেন ক্রেতারা। বেশ কয়েকটি জনপ্রিয় গেমিং কিবোর্ডের মডেলের দাম অ্যামাজনে শুরু হচ্ছে ৭৯৯ টাকা থেকে। এবার একনজরে সেই তালিকা দেখে নেওয়া যাক যেখানে কম দামে ভাল গেমিং কিবোর্ডের হদিশ দেওয়া হয়েছে। এগুলি কেনা যাবে অ্যামাজন থেকেই। আসল দামের তুলনায় অনেকটাই কম দামে।
Amazon Basics USB Gaming Keyboard
এই গেমিং কিবোর্ডের আসল দাম ১৫৯৯ টাকা। কিন্তু অ্যামাজনে কেনা যাচ্ছে ৫০ শতাংশ ছাড়ে, মাত্র ৭৯৯ টাকায়। এই কিবোর্ড গেম খেলার জন্যই বিশেষ ডিজাইন করে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে RGB LED লাইটিং সাপোর্ট। এটি একটি মেমব্রেন গেমিং কিবোর্ড যেখানে ১২টির বেশি মাল্টিমিডিয়া কি রয়েছে।
Zebronics Transformer USB Gaming Keyboard
এই গেমিং কিবোর্ডের দাম অ্যামাজনে ৮৯৯ টাকা। এই কিবোর্ডে একটি মাল্টি-কালার এলইডি লাইট রয়েছে (16 million true prism colors)। সমস্ত ধরনের প্রয়োজন কি পাওয়া যাবে এই কিবোর্ডে। আর তার সঙ্গে রয়েছে একটি উইন্ডোজ লক কি। মাল্টিমিডিয়া কি- ও লক্ষ্য করা যাবে জেব্রোনিক্সের এই ট্রান্সফর্মার ইউএসবি গেমিং কিবোর্ডে।
EvoDox Deathray TKL RGB Gaming Keyboard
এই গেমিং কিবোর্ড তার আসল দামের থেকে ৩৩ শতাংশ কম দামে কেনা যাবে অ্যামাজন থেকে। এখানে রয়েছে RGB LED লাইটিং সাপোর্ট। এই backlight গেমিং কিবোর্ডে রয়েছে ৭টি এফেক্ট। আর RGB LED লাইটিং সাপোর্টের ক্ষেত্রে রয়েছে 16 million ট্রু পিজম কালার। এই গেমিং কিবোর্ডে রয়েছে সায়লেন্ট মেমব্রেন কি। রয়েছে অসংখ্য আধুনিক ফিচার।
Ant Esports KM500W Gaming backlit keyboard
এই গেমিং কিবোর্ডের দাম ৩৭ শতাংশ কমেছে আসল দামের তুলনায়। অ্যামাজন থেকে ১২৬৯ টাকায় কেনা যাবে। এই কিবোর্ডের সঙ্গে ক্রেতারা পেয়ে যাবেন একটি গেমিং মাউসও। backlit RGB LED লাইটিং সাপোর্ট রয়েছে এই গেমিং কিবোর্ডে। সমস্ত প্রয়োজনীয় কি রয়েছে এই কিবোর্ডে। এছাড়াও রয়েছে একটি নাম্বার প্যাড।
আরও পড়ুন- এলইডি রিং লাইট কেনার পরিকল্পনা রয়েছে? অ্যামাজনে দাম শুরু মাত্র ৫৯৯ টাকা থেকে