Earbuds: নতুন ইলেকট্রনিক গ্যাজেট (Electronic Gadgets) কেনার পরিকল্পনা করছেন? বাজেট ১০০০ টাকা, আর তার মধ্যে কিনে নিতে চাইছেন কোনও ইয়ারবাডস (Earbuds Under Rs 1,000), কারণ গান শোনা, গেম খেলা, সিনেমা দেখার শখ রয়েছে আপনার। চিন্তা নেই, পেয়ে যাবেন ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon India)। ১০০০ টাকার মধ্যেই কয়েকটি ইয়ারবাডস কিনতে পারবেন আপনি। সেই তালিকায় কোন সংস্থার কোন মডেল রয়েছে, দেখে নেওয়া যাক। 


Portronics Harmonics Twins S5 Smart TWS Earbuds


এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সাপোর্ট। এছাড়াও রয়েছে টাচ কন্ট্রোল। ফোনের সঙ্গে ইয়ারবাডস সংযুক্ত থাকলে খুব সহজেই ফোন এলে ধরা যাবে। একইভাবে পাওয়া যাবে স্মুদ অডিও এক্সপিরিয়েন্স। ব্লুটুথের মাধ্যমে উপযুক্ত ডিভাইসের সঙ্গেও সহজে এবং তাড়াতাড়ি সংযুক্ত করা যাবে এই ইয়ারবাডস। গেম খেলা, ফোনে কথা বলা সবের জন্যই এই ইয়ারবাডসে ইউজারদের অভিজ্ঞতা হবে মসৃণ এবং সাবলীল। শুদু তাই নয় এর ডিজাইন এতটাই আরামদায়ক যে সারাদিন কানে থাকলেও কোনও অসুবিধা বোধ করবেন না ইউজাররা। এই ইয়ারবাডসে রয়েছে ৮.৫ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ইয়ারবাড। এলইডি ডিসপ্লে যুক্ত চার্জিং কেস সমেত ১৫ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যায়। এই ইয়ারবাডস লঞ্চ হয়েছিল ২৯৯৯ টাকায়। তবে এখন অ্যামাজন থেকে কেনা যাবে ৮৯৯ টাকায়। অর্থাৎ ২১০০ টাকা ছাড় রয়েছে। 


pTron Bassbuds Tango TWS Earbuds


এই ইয়ারবাডস লঞ্চ হয়েছিল ৩৯৯৯ টাকায়। এখন অ্যামাজনের সাইট থেকে ৬৯৯ টাকায় কেনা যাবে। তাহলে ছাড় রয়েছে৩৩০০ টাকা। আধুনিক অডিও টেকনোলজি যুক্ত এই ইয়ারবাডসে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। তার ফলে একদম পরিষ্কার, স্পষ্ট শব্দ শোনা যাবে এই ডিভাইসের সাহায্যে। আশপাশে অপ্রয়োজনীয় আওয়াজে ইউজার বিরক্তি বোধ করবেন না গান শোনা, ভিডিও দেখা কিংবা গেম খেলার সময়। একবার পুরো চার্জ দিলে ৪০ ঘণ্টার প্লেটাইম পাওয়া যাবে। ১৩ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স যুক্ত এই ইয়ারবাডসে রয়েছে আরামদায়ক ডিজাইন এবং সফট টাচ কন্ট্রোল পরিষেবা। ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটির সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। পুরো চার্জ হতে দেড় ঘণ্টা সময় লাগবে। এটি একটি ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম এবং জলে নষ্ট হওয়ার সম্ভাবনা তুলনায় কম। 


boAt Airdopes 121 PRO TWS Earbuds


বোটের এই ইয়ারবাডসে রয়েছে এআই যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার। এছাড়াও রয়েছে ১০ মিলিমিটারের অডিও ড্রাইভার্স। প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এক একটি ইয়ারবাডস ৮ ঘণ্টা নাগাড়ে চালু থাকতে পারে। মাত্র ৫ মিনিট চার্জ দিলে এক ঘণ্টা বা ৬০ মিনিটের প্লেব্যাক টাইমের সাপোর্ট পাওয়া সম্ভব। এক্ষেত্রে কাজে লাগে ইয়ারবাডসের ASAP Charge টেকনোলজি। গেম খেলা এবং ভিডিও দেখা ও গান শোনার ক্ষেত্রে দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন ইউজাররা। ইয়ারবাডসের চার্জিং কেসে ব্যাটারিতে কত চার্জ আছে তা জানা যাবে। বোটের এই ইয়ারবাডস লঞ্চ হয়েছিল ২৯৯০ টাকায়। এখন ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ৮৯৯ টাকায় কেনা যাবে। 


আরও পড়ুন- কেমন দেখতে হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন? কী কী ফিচার থাকতে পারে?