Amazon Sale on Smart TV: হাইসেন্সের 65-ইঞ্চি স্মার্ট টিভিতে রয়েছে 6টি JBL স্পিকার। 102 ওয়াটের অডিও আউটপুট পাবেন এই টিভির স্পিকারে। যার ফলে পিকচার কোয়ালিটির পাশাপাশি থিয়েটার অনুভূতি পাবেন টিভিতে। Amazon-এর সেলে এই টিভিতে রয়েছে 25 হাজার পর্যন্ত ডিসকাউন্ট। এরপরও পাবেন 11 হাজারের বেশি এক্সচেঞ্জ অফার।1500 টাকার ক্যাশব্যাকও পাবেন এই টিভিতে। দেখে নিন এই টিভির ডিল ও স্পেসিফিকেশন।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
Hisense(65 inches) 4K Ultra HD Smart Android LED TV
এই টিভির দাম 89,900 টাকা। তবে অ্যামাজনের সেলে 65,990 টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্ট টিভি। অর্থাৎ এর MRPতে সরাসরি 24 হাজার টাকার বেশি ছাড় দেওয়া হয়েছে।
এই টিভিতে 11,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস রয়েছে। যদিও এই বোনাস আপনার পুরানো টিভির অবস্থার উপর নির্ভর করবে৷
এছাড়াও HSBC, RBL, Federal Bank, Bank of Baroda, AU Small Finance Bank-এর ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই টিভিতে 1500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে৷
এই অফারগুলি ছাড়াও নো কস্ট ইএমআই-এর অপশন রয়েছে। যাতে আপনি সুদ না দিয়ে প্রতি মাসে কিস্তিতে এর মূল্য শোধ করতে পারবেন।
এই টিভি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে
স্পেসিফিকেশন- এই টিভিতে 4K আল্ট্রা এইচডি রেজোলিউশন রয়েছে।টিভিতে রিফ্রেশ রেট পাবেন 60 Hz। এছাড়াও টিভিতে ডলবি ভিশন এইচডিআর, আল্ট্রা ডিমিং, ইউএইচডি এআই আপস্কেলার, এইচডিআর 10+, এইচডিআর 10, এইচএলজি সমর্থন, বেজেল-লেসের কাছাকাছি, আল্ট্রা স্লিম ডিজাইন ডিসপ্লে রয়েছে।
টিভিতে পাবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট। যাতে আপনি কেবল ভয়েজ কমান্ড দিয়ে টিভি চালাতে পারবেন। এই টিভিতে ভয়েস সার্চ ও Google Play, Chromecast, 5G Wi-Fi বৈশিষ্ট্যও রয়েছে। ডিভাইসে অফিশিয়াল Android TV 9.0 PIE অপারেটিং সিস্টেম পাবেন। টিভিতে রয়েছে 2GB RAM ও 16GB রম।
65-ইঞ্চি স্মার্ট টিভিটি Zee5, Google Play Music,Sony Liv সাপোর্ট করে। সব Android অ্যাপ, Google Play Store, Hotstar, YouTube,Zee5, Google Play Music, Sony Liv, সব অ্যান্ড্রয়েড অ্যাপ-সহ সমস্ত অ্যাপ সাপোর্ট করে। Google Play Store, Hotstar, YouTube আপনি দেখতে পারবেন এখানে।
এতে সেট টপ বক্সের জন্য 3টি HDMI পোর্ট, ব্লু রে প্লেয়ার, গেমিং কনসোল, হার্ড ড্রাইভ ও অন্যান্য USB ডিভাইসগুলিকে সংযুক্ত করার জন্য 2টি USB পোর্ট দেওয়া হয়েছে৷