Amit Shah: বিগত বেশ কয়েক বছর ধরেই 'আত্মনির্ভর ভারত' - এই মন্ত্রে দেশবাসীকে উদ্বুদ্ধ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি 'স্বদেশী' জিনিসের প্রতিও দেশবাসীকে আগ্রহ বাড়াতে বলেছেন তিনি। শুধু প্রধানমন্ত্রীর বার্তাই নয়, আমাদের দেশে 'আত্মনির্ভর ভারত' - এর আওতায় অনেক প্রকল্পও চালু হয়েছে। এমনকি শুধু স্বদেশী পোশাক কিংবা অন্যান্য সামগ্রী নয়, প্রযুক্তিতেও স্বদেশীর দিকেই ঝুঁকছে অনেক দেশীয় সংস্থা। তার নবতম সংযোজন চেন্নাইয়ের সংস্থা Zoho Corporation - এর মেসেজিং অ্যাপ Arattai, যা WhatsApp -কেও পাল্লা দেবে বলা হচ্ছে। 

Continues below advertisement



এবার এই Zoho সংস্থাই এনেছে গুগলের ইমেল বা জিমেলের দেশীয় ভার্সান Zoho মেল। আর সেই Zoho মেলেই অ্যাকাউন্ট খুলেছেন স্বয়ং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নিজের অফিশিয়াল ইমেল আইডি- র জন্য Zoho মেল ব্যবহার করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেকথা ঘোষণাও করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর এই পদক্ষেপ নিঃসন্দেহে সাধারণ মানুষকেও উৎসাহী করবে প্রযুক্তির জগতের এই স্বদেশী ভাবনাকে স্বাগত জানাতে। তবে শুধু অমিত শাহ নন, কেন্দ্রীয় রেলমন্ত্রী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল ইতিমধ্যেই Zoho মেল, কিংবা Zoho- র অ্যাপ Arattai ব্যবহার করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীরা Zoho- র বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 



এখানেই শেষ নয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ তো নিজের অফিশিয়াল কাজকর্ম সবই স্থানান্তরিত করেছেন Zoho মাধ্যমে। এই প্রসঙ্গে এক্স মাধ্যমে একটি পোস্টও শেয়ার করেছেন তিনি। সেখানে মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, তিনি যে মাধ্যমে কাজ করছেন সেটি Zoho প্ল্যাটফর্ম এবং যে ম্যাপ ব্যবহার করছেন সেটি গুগল ম্যাপ নয়, বরং ম্যাপ মাই ইন্ডিয়ার তৈরি করা Mappls.


বিগত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে চেন্নাইয়ের Zoho Corporation, সৌজন্যে তাদের নির্মিত দেশীয় মেসেজিং অ্যাপ Arattai, যার অর্থাৎ 'ক্যাজ্যুয়াল চ্যাট'। অনেকটা হোয়াটসঅ্যাপের মতোই এই অ্যাপ। ইউজাররা এই অ্যাপের সাহায্যে টেক্সট এবং ভয়েস মেসেজ করতে পারবেন। ভয়েস এবং ভিডিও কল করতে পারবে। ফটো, ভিডিও, ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। স্টোরি দেওয়ার সুবিধাও রয়েছে। বানিয়ে নিতে পারবেন গ্রুপ। খুলতে পারবেন চ্যানেল। অ্যান্ড্রয়েড এবং আইওএস- ২ ধরনের ডিভাইসেই ব্যবহার করা যাবে এই অ্যাপ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর ২ জায়গাতেই পাবেন এই অ্যাপ। ইউজাররা ফোন নম্বর দিলেই ব্যবহার করতে পারবেন Arattai অ্যাপ।