নয়াদিল্লি : পুজোর সময় সারা বছর নিশ্চুপ হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিও হঠাৎ জেগে ওঠে। কারণ এই সময়টাই তো বন্ধুত্ব ঝালিয়ে নেওয়ার সময়। আড্ডা বা যোগাযোগ স্থাপনের সময় !! আর হোয়াটসঅ্যাপে গ্রুপ মানেই নানারকম ফরওয়ার্ডেড মেসেজ। নানা লাকি ড্র-এর হাতছানি। যেমন ইদানীং বেশ হাতে হাতে ঘুরছে আমূলের ৭৫ তম বর্ষ সেলিব্রেশনের একটি মেসেজ। এতে দাবি করা হচ্ছে, আপনি যদি আমূলের (Amul anniversary)ওই সার্ভেতে অংশ নেন, তাহলে পেয়ে যাবেন ৬ হাজার টাকা !! উৎসবের সময় কড়কড়ে ৬ হাজার টাকা পেতে কে না চায় !! অনেকেই সেই লিঙ্কে ক্লিকও করছেন।
সাবধান !! আমূলের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। প্রতিষ্ঠানের ৭৫ বছরের সেলিব্রেশনকে সামনে রেখে একদল প্রতারণা চক্র চালাচ্ছে। ট্যুইটারে একদল অভিযোগ করেছেন, তাঁরা এই সার্ভেতে অংশ নিয়ে ঠকেছেন। আসলে লিঙ্কটি এমন, দেখে বোঝার নেই যে এটি স্প্যাম ! www.amuldairy.com - এ ক্লিক করলেই খুলে যাচ্ছে একটি অদ্ভূত লিঙ্ক “knowledgeable.xyz” - এর সঙ্গে আমূল কর্পোরেশনের কোনও সম্পর্ক নেই !
যাঁরা এতে সন্দিহান হয়েছেন, তাঁরাই Ministry of Electronics and Information Technology কে ট্যুইটারে ট্যাগ করে বিষয়টি নজরে আনার চেষ্টা করেছেন। প্রশ্ন করেছেন, আমূল কি সত্যিই এমন কোনও উদ্যোগ নিয়েছে ? @Amul_Coop - কেও ট্যগ করেন নেটিজেনরা।