Apple iPhone 13 Launch Live: ভারতে iPad mini-র দাম ৪৬,৯০০টাকা !

আজ আত্মপ্রকাশ iPhone 13 lineup ও the Apple Watch Series 7-এর। অ্যাপল (Apple) পার্কের অনুষ্ঠানে ("California Streaming")নামে এই মেগা ইভেন্ট। অনুষ্ঠানে সামনে এল একাধিক ডিভাইস।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Sep 2021 12:00 AM
Apple iPhone 13 Launch Live: ভারতে iPad mini-র দাম শুরু ৪৬,৯০০টাকা থেকে

iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলারস। পাশাপাশি iPhone 13 Mini-র দাম পড়বে ৬৯৯ডলার। দুই ফোনের ক্ষেত্রেই বেস ভ্যারিয়েন্ট এই দামে পাওয়া যাবে। এবার ফোনের বেস ভ্যারিয়েন্ট রাখা হয়েছে ১২৮ জিবি স্টোরেজ।ভারতে  iPad mini-র দাম শুরু ৪৬,৯০০টাকা থেকে। ওয়াইফাই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই দামে পাওয়া যাবে মিনি। তবে ওয়াইফাই ছাড়াও সেলুলার মডেলের ক্ষেত্রে নতুন আইপ্যাড মিনির দাম শুরু ৬০,৯০০ টাকা থেকে। 

Apple iPhone 13 Launch Live: ক্যামেরাই ফোনের সম্পদ, iPhone 13 Pro তে আরও উন্নত সেন্সর

iPhone 13 Pro -তে রয়েছে তিনটে ক্যামেরার সেটআপ। ধুলো ও জলের থেকে বাঁচাতে ফোনে দেওয়া হয়েছে IP68 সুরক্ষা।গ্লসির বদলে ম্যাট গ্লাস ব্যাক দেওয়া হয়েছে ফোনে। সামনে রয়েছে সেরামিক কোটিং। যা ফোনের সুরক্ষা গোরিলা গ্লাসের থেকে অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছে কোম্পানি। সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে দেওয়া হয়েছে নতুন ডিভাইসে। সবথেকে বড় প্লাস পয়েন্ট ফোনের টেলিফোটো ক্যামেরা।

Apple iPhone 13 Launch Live: A15 Bionic চিপের কামাল, আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাক আপ দেবে iPhone 13

পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে iPhone 13। একইভাবে iPhone 13 মিনি আগের থেকে ১ থেকে দেড় ঘণ্টা বেশি ব্যাটারি সাপোর্ট দেবে। মূলত, প্রসেসরের কারণেই এই বেশ ব্যাটারি ব্যাকআপ  দিতে পারবে নতুন ডিভাইসগুলি।

Apple iPhone 13 Launch Live: চমক নেই ডিজাইনে, ১২ সিরিজের মতোই দেখতে iPhone 13

প্রতীক্ষার অবসান এসে গেল  iPhone 13। আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফর্মম্যান্স দেবে অ্যাপলের নতুন চিপ। রেয়ার টুইন ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। পিঙ্ক, ব্লু মিডনাইট, প্রোডাক্ট রেড ছাড়াও স্টারলেট রঙে আসছে ফোন।A15 Bionic  প্রসের দেওয়া হয়েছে iPhone 13-এ।

Apple iPhone 13 Launch Live: আরও বড় ডিসপ্লে, Apple Watch Series 7 আনল কোম্পানি

এবার চলে এল নতুন Apple Watch Series 7 । আগের থেকে বড় ডিসপ্লে WatchOS 8 -এ চলবে এই ঘড়ি।Watch Series 6-এর থেকে ২০ শতাংশ বেশি বড় ডিসপ্লে রয়েছে ঘড়িতে। ইউএসবি সি টাইপ দেওয়া হয়েছে এই ওয়াচে। আগের থকে ৩৩ শতাংশ তাড়াতাড়ি চার্জ হবে অ্যাপলের এই ঘড়ি।ডিভাইসকে জলের থেকে বাঁচাতে রয়েছে IP6X সার্টিফিকেশন। মূলত ফিটনেস প্লাস ডিভাইস হিসাবে একে বাজারে আনছে অ্যাপল।

Apple iPhone 13 Launch Live: নতুন আইপ্যাড মিনি আনল Apple, ৮.৩ ইঞ্চি ডিসপ্লে

ক্যালিফোর্নিয়া: নতুন জেনারেশন আইপ্যাড মিনি আনল Apple। 5G সাপোর্টের এই ডিভাইসের ডিসপ্লে ৮.৩ ইঞ্চি । টাচ আইডি প্রযুক্তির সঙ্গে আইপ্যাডে রয়েছে ইউএসবি টাইপ-সির সুবিধা।আইপ্যাড মিনির দাম রাখা হয়েছে ৪৯৯ ডলার। আগামী সপ্তাহেই বিভিন্ন দেশে ডেলিভারি শুরু ডিভাইসের। আজ থেকেই শুরু প্রি অর্ডার।

Apple iPhone 13 Launch Live: iPhone 13-এর সম্ভাব্য স্পেসিফিকেশন, কত হতে পারে দাম ?

ক্যালিফোর্নিয়া: সম্প্রতি অ্যাপলের iPhone 13-এর দাম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ব্লগ সাইট Apple Hub। বহুদিন ধরেই আইফোন ১৩-এর আপডেট দিয়ে আসছে এই সাইট। এবার GizChina-কে উদ্ধৃত করে iPhone 13-এর সম্ভাব্য দাম ফাঁস করেছে এই ব্লগ সাইট। যেখানে বলা হয়েছে, একসঙ্গে iPhone 13, the iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 Mini নিয়ে আসছে কোম্পানি। যার মধ্যে iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৫৮,৬০০ টাকা। যদিও ভারতে এই ফোনের দাম আরও বেশি হবে। মূলত স্থানীয় কর দেওয়ার জন্য ফোনের দাম বেশি দিতে হবে ক্রেতাকে।

Apple iPhone 13 Launch Live: অপেক্ষায় বিশ্ব ! আজ কী আনছে Apple ?

 ক্যালিফোর্নিয়া: আজ আত্মপ্রকাশ iPhone 13 lineup ও the Apple Watch Series 7-এর। অ্যাপল (Apple) পার্কের অনুষ্ঠানে ("California Streaming")নামে এই মেগা ইভেন্ট। অনুষ্ঠানে সামনে আসতে পারে বেশকিছু গ্যাজেট । 

প্রেক্ষাপট

সানফ্রান্সিসকো : আজ আত্মপ্রকাশ iPhone 13 lineup ও the Apple Watch Series 7-এর। সেইসঙ্গে প্রকাশ্যে আসবে iPads, Mac - এর নতুন মডেল। অ্যাপল (Apple) পার্কের অনুষ্ঠানে ("California Streaming")নামে এই মেগা ইভেন্ট। অনুষ্ঠানে সামনে আসতে পারে বেশকিছু গ্যাজেট । 



  • iPhone 13 lineup মোটামুটি iPhone 12 ফোনের মতোই দেখতে। মিনি মডেলটি ৫.৪ ইঞ্চি, আইফোন ১৩ টি ৬.১ ইঞ্চির। আর আইফোন ১৩ প্রো টি ৬.১ ইঞ্চির। iPhone 13 Pro Max হল ৬.৭ ইঞ্চির। 

  • iPhone 13 lineup, স্বাভাবিকভাবেই আইফোন ১২ র থেকে আপগ্রেডেড ভার্সন হবে। 

  • iPhone 13 lineup - এর স্টোরেজ ক্যাপাসিটি 128GB থেকে শুরু হতে পারে। 64GB র কোনও অপশন থাকছেন না। 

  • iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max তে থাকতে পারে 1TB  স্টোরেজ। MacRumors সূত্রে খবর এর আগে এত বড় স্টোরেজের সুবিধে অন্য কোনও ফোনে ছিল না। 

  • অ্যাপলের নেক্সট জেনারেশন ফোন A15 চিপ থাকবে এই ফোনো। 

  • iPhone 13 এ থাকবে LiDAR সেন্সর। 


  • এই সেন্সরটি প্রথম ব্যবহার করা হয়, iPad Pro এর লেটেস্ট জেনারেশনের মডেলে। iPhone 12 Pro ও iPhone 12 Pro Max - এও এই সেন্সরের ব্যবহার ছিল। 

  • সূত্রের খবর, এই অত্যাধুনিক চিপ ব্যবহারের জন্য এবার দামটাও একটু বেশি হতে পারে নতুন মডেলগুলির। 

  • সূত্রের খবর, অ্যাপল লঞ্চ করতে পারে, Watch Series 7-ও । এতে থাকবে "S7" চিপ। এতে থাকবে আরও বেশি মেমরি স্পেস, শক্তিশালী ব্যটারি ও অন্যান্য সরঞ্জাম। 

  • নতুন চিপসেন তৈরি হবে Taiwanese supplier ASE Technology র উপর ভিত্তি করে। ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে ASE Technology জানিয়েছে এর ডাবলসাইডেড টেকনোলজির  সাহায্যে module miniaturisation করা যাবে। 

  • Apple Watch Series 7 ও আসতে চলেছে নানারকম স্ক্রিন সাইজে। 41mm থেকে 45mm অবধি হবে স্ক্রিন সাইজ। 

  • প্রকাশ্যে আসার কথা স্মার্টওয়াচের নতুন ভার্সন (smartwatch) ও সেই সঙ্গে TWS ইয়ারবাডও। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.