Apple iPhone 13 Launch Live: ভারতে iPad mini-র দাম ৪৬,৯০০টাকা !

আজ আত্মপ্রকাশ iPhone 13 lineup ও the Apple Watch Series 7-এর। অ্যাপল (Apple) পার্কের অনুষ্ঠানে ("California Streaming")নামে এই মেগা ইভেন্ট। অনুষ্ঠানে সামনে এল একাধিক ডিভাইস।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Sep 2021 12:00 AM

প্রেক্ষাপট

সানফ্রান্সিসকো : আজ আত্মপ্রকাশ iPhone 13 lineup ও the Apple Watch Series 7-এর। সেইসঙ্গে প্রকাশ্যে আসবে iPads, Mac - এর নতুন মডেল। অ্যাপল (Apple) পার্কের অনুষ্ঠানে ("California Streaming")নামে এই মেগা...More

Apple iPhone 13 Launch Live: ভারতে iPad mini-র দাম শুরু ৪৬,৯০০টাকা থেকে

iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলারস। পাশাপাশি iPhone 13 Mini-র দাম পড়বে ৬৯৯ডলার। দুই ফোনের ক্ষেত্রেই বেস ভ্যারিয়েন্ট এই দামে পাওয়া যাবে। এবার ফোনের বেস ভ্যারিয়েন্ট রাখা হয়েছে ১২৮ জিবি স্টোরেজ।ভারতে  iPad mini-র দাম শুরু ৪৬,৯০০টাকা থেকে। ওয়াইফাই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই দামে পাওয়া যাবে মিনি। তবে ওয়াইফাই ছাড়াও সেলুলার মডেলের ক্ষেত্রে নতুন আইপ্যাড মিনির দাম শুরু ৬০,৯০০ টাকা থেকে।