Apple iPhone 14 Pro leaks: পুরোনো কিছু দেখা যাবে না। একবারে ভোল বদল হতে চলেছে নতুন আইফোনের। রিপোর্ট বলছে, আইফোন ১৩-এর মতো আর বার-ডিজাইনে দেখা যাবে না নতুন ফোন। পরিবর্তে Apple iPhone 14-এ পাঞ্চ-হোল ক্যামেরা নিয়ে আসছে অ্যাপল (Apple)।
২০১৭ সালের কথা। প্রথম আইফোনে নচ ডিসপ্লে আনে অ্যাপল। ২০২১ সালেও সেই নচ ডিসপ্লে বজায় রেখেছে কোম্পানি। তবে মোবাইলের ডিসপ্লে সাপ্লায়ার 'The Elec' -এর বক্তব্য অনুযায়ী, নতুন ফোনে এবার আর নচ ডিসপ্লে থাকছে না। বদলে OLED পাঞ্চ-হোল ডিসপ্লে দিতে চলেছে অ্যাপল (Apple) । ইতিমধ্যেই আইফোনের নতুন ডিসপ্লের জন্য কাজ শুরু করে দিয়েছে স্যামসাং।যেখানে ইন-হোল ডিসপ্লের জন্য বিশেষ মেশিন আনা হয়েছে।Philoptics ও Wonik IPS-এর লেজার মেশিন দিয়ে কাটা হচ্ছে আইফোন ১৪-এর ইন হোল।
শোনা যাচ্ছে, iPhone 14 Pro ডিভাইসের ডিসপ্লেতে Samsung’s HIAA (Hole-in-Active-Area) পদ্ধতিতে পাঞ্চ-হোল করা হবে। যা সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে বলে খবর। টেক সাইটগুলোর খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই তাদের ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করে আসছে স্যামসাং। তাই OLED পাঞ্চ-হোল ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাঙের ওপর ভরসা রাখছে অ্যাপল। ইতিমধ্যেই দক্ষিণঁ কোরিয়ার এই টেক জায়ান্টের হাতে তাদের ডিসপ্লে কাটার দিয়েছে অ্যাপল।
এই খবর যদি সত্যি হয় তহালে iPhone 14 Pro Max-এ দেখা যাবে ৬.৭ ইঞ্চির বড় পাঞ্চ হোল ডিসপ্লে।তবে এই খবর নিশ্চিত হতে এখনও বহু সময় অপেক্ষা করতে হবে। তাই আগে বিভিন্ন টেক সাইটের গোপন ছবি আগ্রহ বাড়াবে অ্যাপলের আইফোন প্রেমীদের মনে।তার মধ্যেই নতুন ফ্ল্যাগশিপ ফোন আনতে চলেছে স্যামসাং। আগামী বছরের শুরুর দিকেই আসার কথা স্যামসাং এস ২২। ইতিমধ্য়েই ফোনের অনেক ছবি প্রকাশ্যে এসেছে। আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স ফোন হিসাবে বাজারের আসতে চলেছে অ্যাপলের এই ফোন।
আরও পড়ুন : Meta India Office: এশিয়ায় মধ্যে ভারতে প্রথম ! এই শহরে যাত্রা শুরু মেটা অফিসের
আরও পড়ুন : Govt. on Multiple Sim: সাবধান! এই সংখ্যার বেশি মোবাইল সিম রয়েছে ? আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার