iPhone 15 Pro: এবার আইফোনেও থাকবে ডিসপ্লের তলায় ক্যামেরা। ২০২৩ সালের Apple iPhone 15 Pro-তে দেখা যেতে পারে এই প্রযুক্তি। অন্তত টেক সাইটগুলি তেমনই কিছু খবর প্রকাশ্যে এনেছে।


Apple Phones Update: শোনা যাচ্ছে, স্যামসাং ও ওটিআই লুমিওনিকস জোট বেঁধে এই ডিসপ্লে under panel camera UPC technology) আনতে চলেছে। প্রথমে ডিসপ্লের তলায় ক্যামেরা দেখা যাবে Galaxy Z Fold 5-এ। ২০২৩ সালেই লঞ্চ করা হবে এই ফোন। এরপরই আইফানের নতুন মডেলে আসবে এই প্রযুক্তি।


iPhone 15 Pro: রিপোর্ট বলছে, বর্তমানে ওটিআই লুমিওনিক্সের সঙ্গে হাত মিলিয়ে স্যামসাং এই ইউডিসি ডিসপ্লের ওপর কাজ করছে। পরবর্তী প্রজন্মের OLED ডিসপ্লেগুলির জন্য উন্নত উপকরণ দিয়েই তৈরি হচ্ছে এই ডিসপ্লে। সম্প্রতি এই খবর প্রকাশ করেছে 'দ্য ইলেক'।


Samsung Update: 'টেক সাইটগুলির রিপোর্ট বলছে,  Galaxy Z Fold 4 বর্তমান UPC প্রযুক্তির সাথে চালু করতে পারে স্যামসাং। যা আমরা Galaxy Z Fold 3-এ দেখেছি। বর্তমান UPC প্রযুক্তি লেজার ড্রিলিং পদ্ধতি ব্যবহার করে। যা অ্যাপল অনুমোদন করে না বলে জানা গেছে। টরন্টো, অন্টারিও-ভিত্তিক ওটিআই লুমিওনিক্স একটি নতুন জৈব ক্যাথোড প্যাটার্নিং উপাদান তৈরি করেছে যা ক্যাথোড ও OLED পিক্সেল স্তরগুলিতে মাইক্রোস্কোপিক উইন্ডোগুলি খোলার অনুমতি দেয়৷


Upcoming iPhones: টেক ব্লগারদের খবর সত্যি হলে, চলতি বছরেই তার আইফোন 14 লাইনআপ প্রকাশ করবে অ্যাপল। আইফোন 14 মডেলে গত বছরের আইফোন 13 মডেলের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে বলে আশা করা হচ্ছে । ১৩-এর থেকে একেবারে অন্য ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেখা যাবে নতুন ওই মডেলে। আইফোন ১২-এর মতো আগে ১৩-এও একই ডিজাইন রেখেছিল অ্যাপল । আগামী দিনে যা আর থাকবে না বলে খবর। সেখানে বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে। কিছু ছবি বাজারে এনেছেন টিপস্টাররা।