iPhone Export From India: আর বেশিদিন নয়। চিনের থেকে অনেক বেশি আইফোন রফতানি হবে ভারত থেকে। সারা বিশ্বে দেখা যাবে 'মেড ইন ইন্ডিয়া' আইফোন। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবর্ষে ২০২২-২৩-এর এপ্রিল থেকে অগাস্টের মধ্যে ভারত এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের Apple iPhone রফতানি করেছে। যারফলে ভারত এখন ইলেকট্রনিক্স সামগ্রী উত্পাদনে বিশ্বে একটি বড় শক্তি হিসাবে উঠে এসেছে।


ইতিমধ্যেই ভারতে তৈরি আইফোনগুলি ইউরোপীয় ও উপসাগরীয় দেশগুলিতে পাঠানো হয়েছে। অনুমান করা হচ্ছে, ২০২৩ সালের মার্চের মধ্যে ১২ মাসে ভারত থেকে ২.৫ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২০,০০০ কোটি টাকার আইফোন রফতানি হবে। এর আগে আর্থিক বছরে ২০২২ সালের মার্চ পর্যন্ত ভারত থেকে ১.৩ বিলিয়ন ডলার আইফোন রফতানি হয়েছিল।


বিশ্বে এখন যে পরিমাণ আইফোন তৈরি হয়, তাতে ভারতের অংশ এখনও অনেক কম। কিন্তু আইফোনের রফতানি বৃদ্ধি, চিনের পর ইলেকট্রনিক্স উৎপাদনের ক্ষেত্রে ভারতকে একটি বড় বিকল্প হিসেবে তুলে ধরবে। বর্তমানে, আইফোন চিনে বেশিরভাগ আইফোন উত্পাদন করছে। তবে, অ্যাপল চায় চিন-মার্কিন উত্তেজনা ছাড়াও চিনে ক্রমাগত লকডাউনের জন্য অন্যান্য দেশে আইফোন উৎপাদন বাড়াতে।


সংখ্যাতত্ব্ব বলছে, ২৩০ মিলিয়ন আইফোন চিনে তৈরি হয়। যেখানে বর্তমানে ভারতে মাত্র ৩ মিলিয়ন বা ৩০ লক্ষ আইফোন তৈরি হয়। তুলনার হিসেবে ৯৮ শতাংশ আইফোন চিনে তৈরি।


ভারতে, অ্যাপলের তাইওয়ান-ভিত্তিক ঠিকাদার ফক্সকন টেকনোলজি, উইস্ট্রন কর্পোরেশন ও পেগাট্রন কর্পোরেশন দক্ষিণ ভারতে আইফোন তৈরি করে। আইফোন 11, আইফোন 12, আইফোন 13 এপ্রিল থেকে অগস্টের মধ্যে ভারত থেকে রফতানি ইতিমধ্যেই শুরু হয়েছে। শীঘ্রই আইফোন 14ও ভারতে তৈরি হলে বিদেশে রফতানি করা হবে। অ্যাপল চিনে প্রচুর বিনিয়োগ করেছে। টেক সাইটগুলির রিপোর্ট বলেছে, অ্যাপলের উৎপাদন ক্ষমতার ১০ শতাংশ চিনের বাইরে নিয়ে যেতে ৮ বছর সময় লাগতে পারে। এতটাই চিনের নির্ভরশীল অ্যাপল।