Apple Update: চিপ নিয়ে সমস্যার জেরে এবার নতুন উদ্যোগ নিতে চলেছে 'কুপেরচিনো টেক জায়ান্ট' অ্যাপল (Apple)। রিপোর্ট বলছে, ওয়্যারলেস চিপ (wireless chips) বানানোর উদ্যোগ নিয়েছে আইফোন (iphone) নির্মাতা। যার ফলে বিপাকে পড়তে পারে কোম্পানির চিপ সরবরাহকারীরা।
Apple Update: কী বলছে রিপোর্ট ?
সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ক্যালিফোর্নিয়ার নতুন অফিসে 'হাইলি কোয়ালিফায়েড' ইঞ্জিনিয়ারস নিয়োগ করছে কোম্পানি। মূলত, ওয়্যারলেস চিপ প্রযুক্তিকে কাজে লাগাতেই এই সিদ্ধান্তের পথে হাঁটছে কোম্পানি। টেক সাইটগুলির মতে, বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর (Semiconductor Chipset) চিপের অভাব চোখ খুলেছে অ্যাপলের। পর-নির্ভরতা কাটিয়ে এবার চিপের ক্ষেত্রে নতুন প্রযুক্তি আনতে চলেছে কোম্পানি। সেই কারণেই নতুন নিয়োগ করছে অ্যাপল (Apple)।
Apple Update: ক্ষতির মুখে কারা ?
অ্যাপলের এই সিদ্ধান্তের ফলে ক্ষতির মুখে পড়বে ইন্টেল(Intel), কোয়ালকমের (Qualcomm) মতো চিপ প্রস্তুতকারীরা। সবথেকে সমস্যা হবে Broadcom ও Skyworks Solutions-এর। মূলত, এরাই অ্যাপলের চিপ সরবরাহ করে থাকে। তবে এখানেই শেষ নয়, অ্যাপলের এই সিদ্ধান্তে ক্ষতি হবে ইন্টেলের। কারণে আইফোন প্রস্তুতকারক কোম্পানির বেশিরভাগ প্রোডাক্টে ইন্টেলের চিপসেট ব্যবহার করা হয়। ওয়্যারলেস চিপ (wireless chips) প্রযুক্তির রাস্তায় হাঁটলে তাদেরও নিজের আপগ্রেড করতে হবে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নতুন প্রযুক্তির চিপ তৈরি করতে ডজনের বেশি ইঞ্জিনিয়ার নিয়োগ করবে কোম্পানি।
Apple Update: মুখ খোলেনি কেউ
অ্যাপলের এই বড় সিদ্ধান্ত নিয়ে এখনও কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নিয়ে মুখ খোলেনি অ্যাপলের মুখপাত্র। এই পরিস্থিতি Broadcom ও Skyworks Solutions-এর। তারাও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে টেক ব্লগারদের মতে, এটা কোনও নতুন বিষয় নয়। অনেকদিন ধরেই নিজেদের ইন হাউস চিপসেট তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছিল 'ওয়ার্লড টেক জায়ান্ট'। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়নের পথে কোম্পানি।