জয়দীপ হালদার, ডায়মন্ড হারবার: ভরসন্ধ্যায় গুলির শব্দে কেঁপে উঠল ডায়মন্ড হারবার (Diamond Harbour)। দুষ্কৃতীদের গুলিতে (Shootout) সেখানে আহত এক তৃণমূল গুলি। পায়ে গুলি লেগেছে তাঁর। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু পুলিশের।
ডায়মন্ড হারবারের রেল কলোনির ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। ডায়মন্ড হারবার পুরসভার অন্তর্গত ওই এলাকা। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ আচমকাি সেখানে গুলির শব্দ শোনা যায়। তাতে বাড়ি থএকে বেরিয়ে আসেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এলাকার মানুষজন। বেশ কয়েক জনকতে ছুটে পালাতেও দেখেন তাঁরা। তড়িঘড়ি আহত যুবককে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি।
আরও পড়ুন: ৭ বছরের শিশুকে নিয়ে বাজারে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ২ মহিলা !
আহত যুবককে বিশাল খেয়ারি বলে শনাক্ত করা গিয়েছে। তিনি এাকার তৃণমূল কর্মী। ঘটনার সময় কয়েক জনের সঙ্গে বচসা চলছিল তাঁর। তা চরমে উঠতেই গুলি চলে বলে অভিযোগ স্থানীয়দের। দলীয় কোন্দলের জেরেই গুলি চলেছে, এমন অভিযোগও করছেন কেউ কেউ। কিন্তু তৃণমূলের তরফে তা অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। দলের সঙ্গে কোনও সংযোগ নেই। পুলিশ তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে তৃণমূল।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার পুলিশ। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের নাগাল মেলেনি। তবে আত বিশাল বেশ কয়েক জনের নাম পুলিশকে জানিয়েছে বলে খবর। যদিও পুলিশের তরফে সেই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
দ্বন্দ্ব-ঝামেলা হলেও, ভরসন্ধ্যায় ঘনবসতিপূর্ম এলাকায় গুলি চলার ঘটনা একেবারেই অপ্রত্যাশিত স্থানীয়দের কাছে। তাই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। পুলিশ যদিও টহল দিচ্ছে। কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন অনেকেই।