Digital Payment App: গুগল পে (Google Pay), ফোন পে (Phone Pay), পেটিএম (Paytm)- ইত্যাদি পেমেন্ট অ্যাপ (Online Payment App) ইতিমধ্যেই ভারতে জনপ্রিয়। শোনা যাচ্ছে, এবার এই দলে নাম জুড়তে চলেছে অ্যাপেলের। অর্থাৎ ভারতে পেমেন্ট অ্যাপ লঞ্চ করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, অ্যাপেল পে (Apple Pay) লঞ্চ হতে চলেছে ভারতে। টেক জায়ান্ট অ্যাপেল নাকি ইতিমধ্যেই National Payments Corporation of India (NPCI)- এর সঙ্গে কথাবার্তাও শুরু করেছে। অ্যাপেলের ডিজিটাল পেমেন্ট অ্যাপের একটি লোকালাইজড ভার্সান বা স্থানীয় সংস্করণ ভারতে লঞ্চ করতে চায় অ্যাপেল সংস্থা। সূত্রের খবর, প্রাথমিক স্তরের কথাবার্তা এগিয়েছে National Payments Corporation of India (NPCI)-এর সঙ্গে। আপাতত পরিকল্পনা পরবর্তী পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে অ্যাপেল কর্তৃপক্ষ।
ক্রমশ অ্যাপেল সংস্থার জন্য গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠছে ভারত। চলতি বছরেই ভারতে দু'টি অ্যাপেল স্টোর উদ্বোধন করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। প্রথমটি খোলা হয়েছে মুম্বইতে। দ্বিতীয়টি দেশের রাজধানী শহর দিল্লিতে। দুরন্ত ব্যবসাও করেছে এই দুই অ্যাপেল স্টোর। আগামী দিকে ভারতে আরও অ্যাপেল স্টোর খোলার পরিকল্পনাও রয়েছে সংস্থার, এমনটা শোনা গিয়েছে। ভারতের শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে সংযুক্ত হয়েছে অ্যাপেল। এবার শোনা গেল যে অনলাইন পেমেন্ট অ্যাপ অর্থাৎ ডিজিটাল পেমেন্ট অ্যাপও ভারতে লঞ্চের ব্যাপারে এগোচ্ছে অ্যাপেল কর্তৃপক্ষ। যদিও অ্যাপেল বা NPCI কোনও তরফেই আনুষ্ঠানিক ভাবে এই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
অ্যাপেল পে অ্যাপের বিভিন্ন সুবিধা
- অনুমান করা হচ্ছে, আইফোন ব্যবহারকারীরা অ্যাপেল পে অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে অনলাইন পেমেন্টের সুবিধা পাবেন।
- অন্যান্য ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে যেভাবে unified payments interface (UPI) পেমেন্ট হয়, এক্ষেত্রেও তেমনই হবে অনুমান।
- অ্যাপেল পে অ্যাপ ব্যবহার করা যাবে বিভিন্ন আইওএস ডিভাইস যেমন- আইফোন, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ, ম্যাক এইসবের ক্ষেত্রে।
- সহজ পদ্ধতিতে এবং নিরাপদে অ্যাপেল পে অ্যাপের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন ইউজাররা।
- ক্রেডিট, ডেবিট, প্রিপেড কার্ড যুক্ত করা যাবে অ্যাপেল পে অ্যাপের সঙ্গে, শোনা যাচ্ছে এমনটাই।
- অ্যাপে পে অ্যাপের মাধ্যমে কনট্যাক্টলেস পেমেন্ট করা যাবে। এক্ষেত্রে ব্যবহার করা হবে near-field communication (NFC) টেকনোলজি। তবে ভারতের একাধিক স্মার্টফোনে এই প্রযুক্তি সাপোর্ট করে না। তাই এটা একটা সমস্যার বিষয়। যেসব ফোনে এই near-field communication (NFC) টেকনোলজির সাপোর্ট থাকবে তারা কেবলমাত্র নিজেদের আইফোন বা অ্যাপেল ওয়াচ একটি কনট্যাক্টলেস রিডারের সামনে ধরলেই পেমেন্ট করা সম্ভব হবে।
আরও পড়ুন- দেবী দুর্গা-র ১০৮ অবতারের অন্যতম বিপত্তারিণী, কবে রয়েছে এই পুজো? নিয়মকানুন কী