Tech News: মঙ্গলে যাত্রা শুরু হল মুম্বই অ্যাপল স্টোরের। নিজে দাঁড়িয়ে থেকে স্টোরের দরজা খুলে দিলেন অ্যাপলের সিইও টিম কুক। টেক ব্লগাররা বলছেন, বিশ্বের উন্নত দেশগুলির থেকে অনেকটাই আলাদা মুম্বইয়ের অ্যাপল স্টোর। জেনে নিন, কী এমন আছে এই স্টোরে। 


Tim Cook : অ্যাপলের প্রথম স্টোর সম্পর্কে কিছু বিশেষ কথা


১ এই দোকানের বিশেষ বিষয় হল এখানে কৃত্রিম আলোর ব্যবহার কম রাখা হয়েছে, স্টোরের পুরো কাজটাই হবে প্রকৃতির আলোতে। 
২ পুরো দোকানের ভিতরে প্রাকৃতিক আলো দেখা যাবে, যা একটি বড় কাচ থেকে আসবে।


৩ এই স্টোরে আপনি অ্যাপলের সব পণ্য দেখতে পাবেন, যা কোম্পানি লঞ্চ করেছে। একটি ছোট স্মার্টওয়াচ কভার থেকে শুরু করে ম্যাকবুকের সর্বশেষ মডেল পর্যন্ত, এখানে আপনি প্রতিটি ডিজাইন, রং, স্টোরেজ ভেরিয়েন্ট ইত্যাদি সবকিছুই পাবেন। 
৪ এখানে আপনি ম্যাক স্টুডিও ও এর ডিসপ্লে দেখতে পাবেন যা এখন পর্যন্ত খুব কমই থার্ড পার্টিতে দেখা যায়।


৫ এই স্টোরে কর্মরত দলের সদস্যরা সারা বিশ্ব থেকে থেকে গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য ২০টিরও বেশি ভাষা জানেন।


৬ এখনও পর্যন্ত আপনি যখন ভারতে থার্ড পার্টির স্টোর থেকে কোনও দামি অ্যাপল পণ্য কেনেন, তা আপনি প্রথমেই ব্যবহার করতে পারবেন না। যদিও এই দোকানে আপনি আরামে বসে প্রথমেই পণ্যটি ব্যবহার করতে পারবেন, তারপর আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। 
৭ আপনি ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ইয়ারবাড, হোমপড ইত্যাদি সব জিনিসের জন্য এই সুবিধা পাবেন।


৮ অ্যাপলের মুম্বই বিকেসি স্টোরের সবচেয়ে অনন্য বিষয় হল, আপনি এই দোকানের ভিতরেও গাছ দেখতে পাবেন। হ্যাঁ, সংস্থাটি এই স্টোরের ভিতরে কিছু গাছও লাগিয়েছে যা স্টোরটিকে অনন্য করে তুলেছে। আপনি সারা বিশ্বে অ্যাপল স্টোরে এটি খুব কমই দেখতে পাবেন।


Apple Mumbai Store: অ্যাপলের দ্বিতীয় স্টোর ২০ এপ্রিল খুলবে


অ্যাপলের দ্বিতীয় অফিসিয়াল স্টোরটি ২০ এপ্রিল দিল্লির সাকেতের সিলেক্ট সিটি ওয়াক মলে খুলবে, যা ১০,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত। এই দোকানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই স্টোরটি ২০ এপ্রিল সকাল ১০ টার পরে সকলের জন্য খুলে দেওয়া হবে।


আরও পড়ুন : Facebook-এর কাছে রয়েছে আপনার পাওনা টাকা ! কীভাবে দাবি করবেন ?