Apple iOS 17.4 Updates: আইওএস ১৭ (iOS 17) ভার্সানে নতুন আপডেটের রোল আউট শুরু করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। নতুন iOS 17.4 আপডেট ডাউনলোড করা যাবে বিশ্বের স্তরে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে iOS 17.4 - এর বেশ কয়েকটি ফিচার শুধুমাত্র একটিই এলাকায় উপলব্ধ হবে। সেটি হল ইউরোপীয়ান ইউনিয়ন। এখানে Digital Markets Act মেনে চলতে বলা হয়েছে অ্যাপেল কর্তৃপক্ষকে। নতুন ইউরোপীয়ান কমিশনের নয়া আইন অনুসারে অ্যাপেলের আইফোন ইউজারদের পেমেন্ট পরিষেবা বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে। এছাড়াও অ্যাপ মার্কেটপ্লেস বেছে নেওয়ার সুবিধাও পাবেন তাঁরা। iOS 17.4 ভার্সানে এই দুই ক্ষেত্রেই সমর্থন দেবে, কিন্তু সেটা শুধুমাত্র ইউরোপীয়ান ইউনিয়নেই পাওয়া যাবে। এর পাশাপাশি অন্যান্য ফিচার যেমন- নতুন ইমোজি এবং অ্যাপেল পডকাস্টের ট্রান্সক্রিপশন সকলের কাছেই উপলন্ধ রয়েছে। অ্যাপেল কর্তৃপক্ষ আইফোনের জন্য লেটেস্ট iOS 17.4 ভার্সানের আপডেটের সঙ্গে সঙ্গে লঞ্চ করেছে iPadOS 17.4, যা আইপ্যাডের ক্ষেত্রে প্রযোজ্য। iOS 17.4 আপডেটে বহু প্রতীক্ষিত থার্ট পার্টি অ্যাপ স্টোরের সাপোর্ট পাওয়া যাবে। তবে তা সীমাবদ্ধ রয়েছে ইউরোপীয়ান ইউনিয়নে। এখানে অতি অবশ্যই নতুন Digital Markets Act (DMA) মেনে চলতে হবে অ্যাপেল সংস্থাকে।


এবার দেখে নেওয়া যাক iOS 17.4 আপডেটে কী কী নতুন ফিচার যুক্ত রয়েছে



  • নতুন ইমোজি যুক্ত হয়েছে iOS 17.4 আপডেটে।

  • আইফোন ১৫ সিরিজের মডেলগুলোর জন্য ব্যাটারি ইন্টারফেজে পরিবর্তন এসেছে।

  • অ্যাপেলে পডকাস্টের জন্য রয়েছে ট্রান্সস্ক্রিপটস। 

  • স্টোলেন ডিভাইস প্রোটেকশন ফিচারের ক্ষেত্রে কিছু উন্নতি লক্ষ্য করা গিয়েছে। 

  • এছাড়াও নন-আপেল পে পেমেন্ট সার্ভিস বেছে নিতে পারবেন ইউরোপীয় ইউনিয়নের বাসিন্দারা। 

  • ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত একগুচ্ছ আপডেট রয়েছে। 


আইফোন মডেলের লেটেস্ট সফটওয়্যার আপডেট হিসেবে iOS 17.4 আপডেট ডাউনলোড করা যাবে ইউরোপীয়ান ইউনিয়ন রিজিয়নে। নতুন আইওএস ভার্সানে ইউরোপীয়ান ইউনিয়নের আওতাধীন দেশগুলিতে আইফোন ইউজাররা একটি বিকল্প অ্যাপ স্টোর ডাউনলোড করে সেখান থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন। অ্যাপেল অ্যাপ স্টোরের বাইরেও অন্য একটি অ্যাপ স্টোর ডাউনলোড করে সেখান থেকে নতুন অ্যাপ ইনস্টল করা যাবে। ইউরোপীয়ান ইউনিয়নের ইউজাররা ডিফল্ট অ্যাপ কন্ট্রোলের সুবিধাও পাবেন। এছাড়াও বিভিন্ন পথ পাবেন ইন-অ্যাপ পেমেন্টের ক্ষেত্রেও। 'সাফারি'- তেও লক্ষ্য করা যাবে কিছু উন্নতি। একটি নতুন ডিফল্ট ব্রাউজার অপশন বেছে নেওয়ার সুবিধা থাকছে ইউজারদের কাছে। 


কী কী নতুন ইমোজি যুক্ত হয়েছে iOS 17.4 আপডেট ভার্সানে


New mushroom, phoenix, lime, broken chain, shaking heads- এইসব ইমোজিগুলি পাওয়া যাবে ইমোজি কিবোর্ডে। এছাড়াও অটোম্যাটিক পডকাস্ট ট্রান্সক্রিপশন পাওয়া যাবে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও জার্মান ভাষায়। এছাড়াও Stolen Device Protection ফিচারের মধ্যে নতুন আপডেট যুক্ত হয়েছে। 


আরও পড়ুন- লঞ্চের আগে ফাঁস স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ছবি ! কেমন দেখতে হবে এই মডেল?