নয়াদিল্লি: একদিনে ৬টা ল্যাপটপ বাজারে আনল আসুস। নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের ল্যাপটপের চাহিদা পূরণেই ক্রোমবুকের দিকে হাঁটল তাইওয়ানের কোম্পানি। যার মধ্যে রয়েছে টাচ ও নন টাচ স্ক্রিনের সুবিধা।


তাইওয়ানের কোম্পানি জানিয়েছে, সাশ্রয়ী এই ল্যাপটপগুলি চলবে ইন্টেলের সেলেরন লেটেস্ট এন-সিরিজ প্রসেসরে। সঙ্গে থাকবে ক্রোম অপারেটিং সিস্টেম। ৮০ শতাংশ 'স্ক্রিন টু বডি রেসিও হওয়ায় পাশ থেকেও ঝাপসা দেখাবে না ডিসপ্লে। ফলে ডিসপ্লে নিয়ে সমস্যায় পড়তে হবে না ক্রেতাকে।


কোম্পানি জানিয়েছে, ৬টি মডেলের মধ্যে সবথেকে কম দাম রাখা হয়েছে Asus Chromebook C223-র। নতুন এই ক্রোমবুকের ১৭,৯৯৯টাকা দাম ধরেছে কোম্পানি। Asus Chromebook C423-র নন-টাচ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯টাকা। নন টাচ ভ্যারিয়েন্ট Chromebook C523-র ২০,৯৯৯ টাকা দাম ধরেছে কোম্পানি। ওপরের দুই ক্রোমবুকের টাচ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৩,৯৯৯ ও ২৪,৯৯৯ টাকা।


পাশাপাশি ২৩,৯৯৯টাকায় পাওয়া যাচ্ছে Asus Chromebook Flip C214 laptop। আগামী ২২ জুলাই থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে আসুসের এই ৬টি ক্রোমবুক। এই ক্রোমবুকগুলির মধ্যে Chromebook C214 and C223 ল্যাপটপগুলির ডিসপ্লে সাইজ ১১.৬ ইঞ্চি। ২০০ নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ক্রোমবুকে। Chromebook C423-তে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চির 
ডিসপ্লে। ৬০ হার্টজের রিফ্রেস রেটের পাশাপাশি এলইডি টাচ স্ক্রিন দেওয়া হয়েছে ল্যাপটপে। 


এই ক্রোমবুকগুলির মধ্যে একমাত্র Chromebook C523 মডেলে ১৫.৫ ইঞ্চির ডিসপ্লে সাইজ দিয়েছে কোম্পানি। ফুল এইচডি এই স্ক্রিনে রয়েছে ৬০ হার্টজের রিফ্রেস রেট। এই মডেলে টাচক্রিন ডিসপ্লের পাশপাশি নন টাচ ডিসপ্লেও রয়েছে। তবে সেক্ষেত্রে স্পেসিফিকেশনের কোনও পার্থক্য নেই। টেক ব্লগাররা বলছে, ৬টি ক্রোমবুকের মধ্যে কোম্পানি বিশেষ নজর দিয়েছে Chromebook Flip C214 মডেলে। মূলত, পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই ক্রোমবুক এনেছে কোম্পানি। তাই ৩৬০ ডিগ্রি ঘোরানো যায় এই ক্রোমবুক। 


প্রয়োজনে ল্যাপটপের জায়গায় ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা যায়। ক্রোমবুকের এই মডেলে মিলিটারি গ্রেড মজবুত বডি দেওয়া হয়েছে বলে দাবি করেছে আসুস। ডিভাইসে রয়েছে দুটো ক্যামেরা। যার মধ্যে একটি অটোফোকাস ক্যামেরা ট্যাবলেট মোডে ব্যবহার করা যায়।