5G Smartphones: নভেম্বর মাসে নতুন ৫জি (5G Phone) ফোন কেনার পরিকল্পনা করছেন? বাজেট যদি একটু বেশি থাকে তাহলে ২৫ হাজারের মধ্যে পাবেন বেশ কয়েকটি ৫জি স্মার্টফোন (Smartphones)। এই তালিকায় কোন কোন ফোন থাকছে একনজরে দেখে নেওয়া যাক। 


মোটোরোলা এজ ৪০ নিও


ভারতে এই ফোন ২৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। মোটোরোলা এজ নিও ৪০ ফোনের মাধ্যমে সংস্থা মূলত মোটোরোলা এজ ৪০ ফোনকেই বাজারে আনতে চেয়েছে। দাম হতে চলেছে ২০ হাজার টাকার কিছুটা বেশি। তবে ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনে কোনও খামতি রাখা হয়নি। মোটোরোলা এজ ৪০ নিও মডেলেও রয়েছে pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফোনের পিছনের অংশে রয়েছে ভেগান-লেদার ডিজাইন। মোটোরোলার এই ফোন IP68 রেটিং যুক্ত একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় এই ফোন নষ্ট হবে না। এছাড়াও মোটোরোলা এজ ৪০ নিও ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরার ক্ষেত্রে থাকছে এইচডিআর ফিচারের সাপোর্ট এবং ছবির রঙ, আলো যাতে ভাল আসে তার জন্য বিশেষ ফিচার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত মোটোরোলা এজ ৪০ নিও ফোন ২৫ হাজার টাকা রেঞ্জের মধ্যে বেশ ভাল একটি ৫জি ফোন। 


আইকিউওও জেড৭ প্রো


ভারতে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোন পাওয়া যাবে ২৫ হাজার টাকার কমে। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে এই ফোনের। দুটো মডেলেই রয়েছে ৮ জিবি র‍্যাম। কার্ভড ডিসপ্লে রয়েছে আইকিউওও জেড৭ প্রো ফোনে। রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি, ৬৬ ওয়াটের চার্জিং সাপর্ট। ৫জি ফোন কিনতে চাইলে এই মডেল কেনার কথা ভাবতেই পারেন। ২৫ হাজার টাকা দামের মধ্যে এই ফোন ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকেই যথেষ্ট আকর্ষণীয়।