Smartphones: নভেম্বর মাস মানে উৎসবের মরশুম। আর এই সময় অনেকেই নতুন জিনিস কেনার পরিকল্পনা করে থাকেন। আপনি যদি গ্যাজেট প্রেমী (Gadget Lover) হয়ে থাকেন এবং ফোন (Smartphone) কেনার পরিকল্পনা থাকে তাহলে নভেম্বর মাসে ভারতে কেনার মতো রয়েছে বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন (Flagship Phone)। এইসব ডিভাইসে রয়েছে তাক লাগানো সব ফিচার। শুনে মনে হতে পারে যে ফোনে এত ফিচার আবার থাকতে পারে নাকি? তবে বাস্তবেই এই সমস্ত ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে নজরকাড়া সমস্ত আধুনিক এবং উন্নত ফিচার। এই তালিকায় কোন কোন ফোন রয়েছে এবং তার বিভিন্ন ফিচার ও দাম দেখে নিন।
ওয়ানপ্লাস ওপেন
ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোন সংস্থার প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। এই ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে শক্তিশালী এবং অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। তার সঙ্গে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। Hasselblad কোম্পানির দুর্দান্ত ক্যামেরা ফিচার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি। ভারতে এখন যত ফোল্ডেবল স্মার্টফোন রয়েছে তার মধ্যে এই ওয়ানপ্লাস ওপেন মডেলেই সবচেয়ে শক্তিশালী ব্যাটারিটি রয়েছে। এর সঙ্গে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে।
আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ ম্যাক্স
এই দুই আইফো মডেলের মধ্যে একমাত্র ফারাক হল দাম এবং সাইজের। অন্যদিকে আইফোন ১৫ প্রো সম্ভবত এ যাবৎ অ্যাপেলের সবচেয়ে ভাল প্রো আপগ্রেড। আইফোন ১৪ প্রো সিরিজের তুলনায় হাল্কা টাইটেনিয়াম ফ্রেম, স্লিম বেজেল রয়েছে আইফোন ১৫ প্রো সিরিজে। এছাড়াও রয়েছে একটি টাইপ-সি পোর্ট, একটি অ্যাকশন বাটন এবং দীর্ঘক্ষণ সময় ধরে ভিডিও করার সুবিধা। আইফোনের দাম এমনিতেই বেশি। সেখানে প্রো এবং প্রো ম্যাক্স মডেল হওয়ায় দাম একটু বেশিই চড়া। তবে নতুন আইফোন সিরিজের প্রো মডেলগুলিতে ফিচারও রয়েছে নজরকাড়া।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা
স্যামসাং গ্যালাক্সি 'এস' সিরিজের ফোন সবসময়েই গ্যাজেট প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। এখানে রয়েছে ৬.৮ ইঞ্চির AMOLED স্ক্রিন। এর রিফ্রেশ রেট ১২০ হার্টহ। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে ২০০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আরও দুটো টেলিফটো ক্যামেরা রয়েছে এই ফোনে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। ফোনে ছবি আঁকা কিংবা কিছু লিখে রাখার জন্য রয়েছে 'এস' পেন। এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে সুপার-ফাস্ট স্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। এতি অ্যান্ড্রয়েড ফোনে থাকা সবচেয়ে দ্রুত গতির প্রসেসর। ১২ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যা একবার চার্জ দিলে সারাদিন চালু থাকবে।
ওয়ানপ্লাস ১১
এই ৫জি ফোন কিনতে পারে নভেম্বরেই। ছাড়ের পর দাম পড়বে ৫২,৯৯৯ টাকা। অ্যামাজন ইন্ডিয়ার সাইটে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেল কেনার সুযোগ রয়েছে। এই ফোনেও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত AMOLED ডিসপ্লে। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যেখানে একবার চার্জ দিলে সারাদিন ফোন চালু থাকবে। ১০০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। একসঙ্গে একাধিক অ্যাপে কাজ করলেও এই ফোন স্লো হয়ে যায় না। অর্থাৎ এক ছাদের তলায় একাধিক সুবিধা রয়েছে এই ফোনে।