Neckband Earphone: জার্মানির সংস্থা Blaupunkt ভারতে তাদের নতুন ইয়ারফোন Blaupunkt BE 100 লঞ্চ করেছে। নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোনে (Neckband Bluetooth Earphone) রয়েছে রিয়েল টাইম মনিটরিং ফিচার। এর পাশাপাশি LCD ব্যাটারি ইন্ডিকেটর, কল ভাইব্রেশন অ্যালার্ট, ইন-লাইন কন্ট্রোল এইসব ফিচারও পাওয়া যাবে। এই ইয়ারফোনে TurboVolt চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। আর তার ফলে ইয়ারফোন নির্মাণকারী সংস্থার দাবি, মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ইয়ারফোনের ব্যাটারি লাইফ প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত বজায় থাকবে। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে Blaupunkt BE 100 নেকব্যান্ড ইয়ারফোন।


ভারতে এই Blaupunkt BE 100 ইয়ারফোনের দাম


জার্মানির সংস্থা Blaupunkt- এর এই নতুন ইয়ারফোন ভারতে পাওয়া যাচ্ছে ১২৯৯ টাকায়। আগ্রহীরা গ্রাহকরা কিনতে পারবেন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। কালো এবং নীল, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে Blaupunkt BE 100 নেকব্যান্ড ইয়ারফোন।


Blaupunkt BE 100 ইয়ারফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে একঝলকে দেখে নিন



  • এই ইয়ারফোনে রয়েছে ইন-ইয়ার ডিজাইন। ১০ মিলিমিটার ড্রাইভার্স রয়েছে এই ইয়ারফোনে। হাই ডেফিনেশন সাউন্ডের পাশাপাশি থাকছে নয়েজ আইসোলেশহন প্রযুক্তি। এর ফলে ইউজাররা দারুণ অডিও এক্সপিরিয়েন্স পাবেন।

  • কল ভাইব্রেশন অ্যালার্ট ফিচার থাকার খুবই সুবিধা হবে ইউজারদের। কারণ আপনার কানে ইয়ারফোন না থাকলেও ভাইব্রেশন বোঝা যাবে। ফোন সাইলেন্ট থাকা অবস্থায় কল এলেও ভাইব্রেট করবে ইয়ারফোন।

  • এই নেকব্যান্ড ইয়ারফোনে রয়েছে বেশ অনেকগুলো ইন-লাইন কন্ট্রোল। এছাড়াও রয়েছে অনেক বাটন। যেমন- ফোনে কল এলে তা ধরার জন্য, ছাড়ার জন্য, কল শেষ হলে কেটে দেওয়ার জন্য বাটন রয়েছে। যখন গান শুনবেন, গান পরিবর্তনের জন্যেও রয়েছে বাটন।

  • এই ইয়ারফোনে রয়েছে LCD ব্যাটারি ইন্ডিকেটর। ফলে ইয়ারফোনে চার্জ কতটা রয়েছে তা ইউজার নিজেই দেখতে পাবেন। নেকব্যান্ডের মধ্যেই দেখা যাবে ব্যাটারিতে কতটা চার্জ রয়েছে তার পরিমাণ।

  • এই ইয়ারফোনে রয়েছে ৬০০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ১০০ ঘণ্টার ব্যাটারি লাইফ এবং ৮ সপ্তাহের জন্য স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে Blaupunkt BE 100 নেকব্যান্ড ইয়ারফোনে।

  • এই ডিভাইসে রয়েছে TurboVolt চার্জিং সাপোর্ট। টাইপ- সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব। ১০ মিনিটের চার্জে ১০ ঘণ্টা প্লেব্যাক টাইম দেবে এই ইয়ারফোন। জানা গিয়েছে, এই নেকব্যান্ড ইয়ারফোনের ওজন ৩০ গ্রাম। তার পাশপাশি এই ডিভাইস একটি splashproof ইয়ারফোন।


আরও পড়ুন- ১১ ইঞ্চির ডিসপ্লে, ৭৭০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে হাজির লেনোভো ট্যাব পি১১ প্লাস, দাম কত?