Smartwatch: ভারতে বর্তমানে স্মার্টওয়াচের (Smartwatch) কদর বেড়েছে। অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানি ইতিমধ্যেই ভারতে তাদের তৈরি স্মার্টওয়াচ (boAt Smartwatch) লঞ্চ করেছে। জনপ্রিয়তার নিরিখে ভারতের বাজারে আধিপত্য কায়েম করেছে দেশীয় সংস্থা বোট- ও। তাদের ইয়ারফোন, ইয়ারবাডস, স্মার্টওয়াচ- সবই তরুণ প্রজন্মের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। দামেও এইসব ডিভাইস আকাশচুম্বী নয়। তবে রয়েছে দুর্দান্ত ফিচার। সম্প্রতি ভারতের নিজস্ব ব্র্যান্ড বোট একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এই ডিভাইসে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এছাড়াও অ্যালেক্সার সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ডিভাইস। বোট সংস্থার দাবি, তাদের এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে বাজেট সেগমেন্টে। জানা গিয়েছে, বোটের এই ব্লুটুথ কলিং ফিচার যুক্ত স্মার্টওয়াচে রয়েছে একটি 2.5D Curved ডিসপ্লে। বোটের এই স্মার্টওয়াচের দাম boAt Extend Talk।


boAt Extend Talk স্মার্টওয়াচের দাম ও বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন


বোটের এই স্মার্টওয়াচের দাম ২৯৯৯ টাকা। এই স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন স্মার্ট হেলথ ফিচার। তার মধ্যে রয়েছে হার্ট রেট সেনসর, একটি SpO2 মনিটর এবং একটি VO2 Max মনিটর। এছাড়াও বোটের এই স্মার্টওয়াচ ইউজারের স্টেপ ট্র্যাকার হিসেবে কাজ করে। সেই সঙ্গে ক্যালোরি ট্র্যাকার ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে। ৬০- এর বেশি স্পোর্টস মোড রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। এর পাশাপাশি রয়েছে একটি অটো ওয়ার্ক আউট ডিটেকশন ফিচার। একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে যদি না ব্লুটুথ কলিং ফিচার অন করা হয়। আর এই ফিচার অন করা হলে ২ দিনের ব্যাটারি লাইফ পাওয়া সম্ভব।


১৫০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা থাকছে বোটের এই নতুন স্মার্টওয়াচে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৩০০ এমএএইচ ব্যাটারি। একটি আয়তাকার ডায়াল রয়েছে বোট Xtend Talk স্মার্টওয়াচে। ডানদিনের সাইডে রয়েছে একটি বাটন। ১.৬৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে, যেখানে রয়েছে এইচডি রেজোলিউশন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। পিচ ব্ল্যাক, চেরি ব্লসম এবং টিম গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে বোটের Xtend Talk স্মার্টওয়াচ।


বোটের এই স্মার্টওয়াচের মূল আকর্ষণ হল ব্লুটুথ কলিং ফিচার এবং অ্যালেক্সার সাপোর্ট। ব্লুটুথ কলিং ফিচার থাকার ফলে যদি স্মার্টফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ যুক্ত থাকে তাহলে ফোনে আসা কলের জবাব ঘড়ির সাহায্যেই দেওয়া সম্ভব।


আরও পড়ুন- ৭০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হতে পারে টেকনো পোভা নিও ২ ফোন