Boat Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ (Boat Smartwatch)। অডিও ডিভাইসের পাশাপাশি দেশে বোটের ওয়ারেবল ডিভাইসগুলিও বেশ জনপ্রিয়। সেই জন্যই আরও একটি নতুন স্মার্টওয়াচ বোট ওয়েভ সিগমা ৩ (Boat Wave Sigma 3) ভারতে লঞ্চ করেছে সংস্থা। এই স্মার্টওয়াচের সঙ্গে সংযুক্ত রয়েছে ক্রেস্ট অ্যাপ (Crest App)। এছাড়াও এই স্মার্টওয়াচ পরিচালিত হয় ক্রেস্ট প্লাস অপারেটিং সিস্টেমের সাহায্যে। বোটের নতুন স্মার্টওয়াচে রয়েছে ব্লুটূথ কলিং পরিষেবা। এছাড়াও রয়েছে একাধিক হেলথ ফিচারের সাপোর্ট। সেই তালিকায় হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন, ব্লাড অক্সিজেন লেভেল অর্থাৎ SpO2- এগুলিও রয়েছে। এছাড়াও ইউজারের প্রতিদিনের বিভিন্ন সক্রিয়তা পরিমাপ করতেও কাজে লাগে এই স্মার্টওয়াচ। MapMyIndia- এই নেভিগেশন অ্যাপেরও সাপোর্ট রয়েছে বোট ওয়েভ সিগমা ৩ স্মার্টওয়াচে। একাধিক রঙের স্ট্র্যাপ সমেত লঞ্চ হয়েছে বোটের এই স্মার্টওয়াচ। সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। 


ভারতে বোটের নতুন স্মার্টওয়াচের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙের স্ট্র্যাপ নিয়ে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে, দেখে নিন 


বোট ওয়েভ সিগমা ৩- এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে ১১৯৯ টাকায়। কেনা যাবে বোট ইন্ডিয়ার ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকে। এই মাধ্যমগুলিতে অনলাইনে কেনা যাবে বোটের নতুন স্মার্টওয়াচ। অফলাইনে বোট ওয়েভ সিগমা ৩ কেনা যাবে দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। অ্যাক্টিভ ব্ল্যাক, মেটাল ব্ল্যাক, মেটাল গ্রে, কুল গ্রে, চেরি ব্লসম, রাস্টিক রোজ এবং স্যাফায়ার ব্রিজ- এই সাতটি রঙে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ। 


বোট ওয়েভ সিগমা ৩ স্মার্টওয়াচে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নেওয়া যাক 



  • এই স্মার্টওয়াচে রয়েছে ২.০১ ইঞ্চির ডিসপ্লে। 

  • এছাড়াও রয়েছে ৭০০-র বেশি স্পোর্টস মোড।

  • বোটের এই স্মার্টওয়াচে রয়েছে একটি ইনবিল্ট কুইক ডায়াল প্যাড। 

  • কোনও ফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে স্মার্টওয়াচের সাহায্যেই ফোনের ক্যামেরা কন্ট্রোল এবং মিউজিক কন্ট্রোল সম্ভব। 

  • ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে একবার পুরো দিলে চার্জ দিলে স্মার্টওয়াচে ২ দিন পর্যন্ত ব্যাটারি চালু থাকবে। 


আরও পড়ুন- ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা... আর কী কী ফিচার রয়েছে পোকো এফ৬ ৫জি ফোনে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।