Boat Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ (Boat Smartwatch), বোট স্টর্ম কল ৩ (Boat Storm Call 3)। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই ফোনে রয়েছে ব্লুটুথ কলিং (Bluetooth Calling Feature) পরিষেবা। এছাড়াও রয়েছে নেভিগেশন সাপোর্ট (Nevigation Support)। বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে রয়েছে ১.৮৩ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে (Rectangular Display) এবং এই স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত ডিভাইস চালু থাকবে অর্থাৎ ব্যাটারিতে চার্জ বজায় থাকবে বলে জানিয়েছে সংস্থা। একাধিক ফিটনেস এবং হেলথ ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে। সেই তালিকায় হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল এবং স্লিপ সাইকেল মনিটর রয়েছে। বোটের নতুন এই স্মার্টওয়াচে ৭০০-র বেশি অ্যাক্টিভিটি মোড আগে থেকে সেট করা রয়েছে। এছাড়াও ইউজাররা কাস্টমাইজড ওয়াচ ফেসের সুবিধা পাবেন। মাল্টিপল স্ট্র্যাপ কালার অপশন নিয়ে লঞ্চ হয়েছে বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচ। 


ভারতে এখন কেনা যাচ্ছে বোটের নতুন স্মার্টওয়াচ, দাম কত বোট স্টর্ম কল ৩ - এর 


বোট ইন্ডিয়ার ওয়েবসাইটে ১০৯৯ টাকা দাম ধার্য হয়েছে এই স্মার্টওয়াচের। অ্যাক্টিভ ব্ল্যাক, চেরি ব্লসম, ডার্ক ব্লু এবং অলিভ গ্রিন- এই চার রঙের স্ট্র্যাপ পাওয়া যাবে বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একটি সিলভার মেটার ভ্যারিয়েন্ট। তার দাম ১২৪৯ টাকা। বোটের এই নতুন স্মার্টওয়াচ ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও কেনা যাবে। সেখানে এই ফোনের দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৫৮৮ টাকা এবং ১৬৯৪ টাকা।  


বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 



  • এই স্মার্টওয়াচে ১.৮৩ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে রয়েছে Wake gesture- এর সাপোর্ট। 

  • ইউজাররা এই স্মার্টওয়াচে কাস্টোমাইজড ওয়াচ ফেসের সুবিধা পাবেন বিভিন্ন ছবি, ডিজাইন এবং থিমের মাধ্যমে।

  • বোটের নতুন স্মার্টওয়াচে একটি Emergency SOS মোড রয়েছে। এর সাহায্যে অ্যালার্ট পাঠানো যাবে সেইসব কনট্যাক্টের কাছে যেগুলিকে ইউজাররা আগে থেকে ইমার্জেন্সি কনট্যাক্ট হিসেবে সেট করে রেখেছেন। ইউজারদের ওয়াচ বাটনে তিন থেকে পাঁচ সেকেন্ড জোরে চাপ দিয়ে রাখতে হবে। তার পরেই ইমার্জেন্সি কনট্যাক্টের কাছে ফোন কিংবা এসএমএস পৌঁছে যাবে অ্যালার্ট হিসেবে। সেই সঙ্গে ইউজারের লোকেশনও পেয়ে যাবেন তাঁরা। 

  • বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচের সাহায্যে ইউজারের হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন, ব্লাড অক্সিজেন লেভেল অর্থাৎ রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা যাবে। এর পাশাপাশি স্লিপ সাইকেল ট্র্যাকারের মাধ্যমের ইউজারের স্লিপ সাইকেল কেমন তা বোঝা যাবে। 

  • ৭০০-র বেশি অ্যাক্টিভিটি মোড আগে থেকে এই স্মার্টওয়াচে সেট করা রয়েছে। এই স্মার্টওয়াচে থাকা যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত ডেটা ইউজাররা নখদর্পণে রাখতে পারবেন Boat Crest অ্যাপের মাধ্যমে। ইউজারের ফোনে এই অ্যাপ ইনস্টল থাকলেই হবে। এই স্মার্টওয়াচে সেডেন্টারি অ্যালার্টও রয়েছে। এই ফিচার ইউজার অনেকক্ষণ বসে থাকলে তাঁকে অ্যাক্টিভ হওয়ার অ্যালার্ট দেবে। 

  • বোটের নতুন স্মার্টওয়াচে রয়েছে একটি ২৩০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ। ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি রয়েছে এই স্মার্টওয়াচে। এর সাহায্যে ইউজাররা এই স্মার্টওয়াচের মাধ্যমে ব্লুটুথ কলিং ফিচারের পরিষেবা পাবেন। 


আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু রিয়েলমি পি১ ৫জি সিরিজের, দাম কত ফোনের, কী কী অফার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।