Buzz Aldrin Gets Married: চাঁদের অভিযানে সফল হয়েছেন আগেই। দ্বিতীয় মহাকাশচারী হিসাবে চাঁদের মাটিতে পা রেখে গড়েছেন ইতিহাস। এবার ৯৩ বছরের জন্মদিনে সফল হল 'বিবাহ অভিযান'। দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন এডুইন বাজ অলড্রিন।
হৃদমাঝারে দীর্ঘদিনের প্রেমিকা
পরিকল্পনা ছিল আগে থেকেই। মনের মাঝে ইতিউতি উঁকি দিচ্ছিল ইচ্ছেটা। অবশেষে বিয়ের গাঁটছড়ায় সিলমোহর। দীর্ঘদিনের প্রেমিকা অ্যাঙ্কা ফউরের সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধলেন নিজেকে। শনিবার ৯৩ বছরে পা দিয়েই বিয়ের ছবি পোস্ট করলেন ট্যুইটারে। বুঝিয়ে দিলেন, বয়স একটা সংখ্যা মাত্র। চাঁদের মাটিতে হাঁটা ব্যক্তি নব্বই পেরিয়েও আসলে যুবক।
'চাঁদের মানুষ' ভাসলেন পৃথিবীর শুভেচ্ছায় : নিজেই ট্যুইটারে বিয়ের ঘোষণা করছেন অলড্রিন। শনিবার ট্যুইটারে স্ত্রীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন বলে জানিয়েছেন 'চাঁদের মানুষ'। অলড্রিনের পোস্ট সামনে আসতেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ট্যুইটারাতিরা। কেউ কেউ আবার বলেছেন, নব্বইয়ের কোটায় এখনও যুবক আপনি।
অলড্রিনের পোস্ট শেয়ার করার পর থেকে, ২২ হাজারেরও বেশি লাইক ও ১.৮ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। বহু মানুষ নব দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। অনেকে মজা করে লিখেছেন, "আপনি অবশ্যই চাঁদের ওপরে থাকবেন !" কেউ বলেছেন, "শুভ জন্মদিন বাজ। আপনার বিবাহের জন্য অভিনন্দন। আমি আপনার জন্য রোমাঞ্চিত। বরাবরের মতো, নিজের অনন্য স্টাইলে এই কাজ করেছেন আপনি।" এখানেই শেষ হয়নি অভিনন্দনের স্রোত। কেউ লিখেছেন, " অভিনন্দন কর্নেল অলড্রিন ! ৯৩-এ আপানর জীবন শুরু হল। এটাই সেরা ছিল। "
'বিবাহ অভিযান' সফল হল শেষে : তবে এই প্রথমবার নয়।এর আগে, তিনবার বিয়ে সেরেছেন অলড্রিন। জোন আর্চারের সঙ্গে ১৯৫৪ সালে প্রথম বিয়ে। পোস্ট গ্র্যাজুয়েট স্তরে একসঙ্গে পড়াশোনা করেছেন তাঁরা।পরবর্তীকালে ১৯৭৫-এ ফের বিয়ে করেন বেভারলি ভ্যান জিলকে। ১৯৭৮ সালে সম্পর্ক ভাঙে অলড্রিন -জিলের। যদিও থেমে থাকেনি বিয়ের পর্ব। তৃতীয় বার লোয়ি ড্রিগস ক্যাননের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অলড্রিন। ১৯৮৮ সালের সেই বিয়ে ভাঙে ২০১২-তে। এবার তাই ৯৩-তে চতুর্থবার বিয়ে।
অবশেষে চাঁদ পেলেন পৃথিবীতে : চতুর্থবার বিয়ের পর আবেগঘন পোস্ট করেছেন চাঁদের বুকে পা রাখা দ্বিতীয় ব্যক্তি। অলড্রিল লিখেছেন "আমার ৯৩ তম জন্মদিনে এই ঘোষণা করতে পেরে আনন্দিত, যে দীর্ঘদিনের প্রেমিকা অ্যাঙ্কা ফউর ও আমি গাঁটছড়া বেঁধেছি। আমরা লস এঞ্জেলেস একটি ছোট ব্যক্তিগত অনুষ্ঠানে পবিত্র বিবাহবন্ধনে যোগ দিয়েছিলাম।এই বিয়ের পর আমি পালিয়ে যাওয়া কিশোরদের মতোই উত্তেজনা অনুভব করছি।"
১৯৬৯ সালে অ্যাপোলো ১১-র চন্দ্রাভিযানে শামিল ছিলেন অলড্রিন। ওই অভিযানে তাঁর সঙ্গী ছিলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন আর্মস্ট্রং। তার পর অলড্রিন। ১৯৭১ সালে অবসর গ্রহণ করেন তিনি।