Sam Altman: ChatGPT- র নির্মাতা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করল OpenAI, নতুন সিইও কে? ইস্তফা দিয়েছেন সংস্থার প্রেসিডেন্টও

OpenAI ChatGPT: জানা গিয়েছে, স্যাম অল্টম্যানের জায়গায় এবার নতুন সিইও হয়েছেন মীরা মুরাতি।

Continues below advertisement

Sam Altman: ChatGPT- র নির্মাতা সংস্থা OpenAI বরখাস্ত করেছে কোম্পানির সিইও স্যাম অল্টম্যানকে। শোন যাচ্ছে, কর্তৃপক্ষ আর ভরসা রাখতে পারেনি স্যাম অল্টম্যানের উপরে। মাইক্রোসফট অধীনস্থ সংস্থার সিইও পদে আসীন থাকার যোগ্যতা এবং কাজকর্ম চালিয়ে যাওয়ার যোগ্যতা অল্টম্যানের আছে, এমন ভরসা আর পাচ্ছে না OpenAI। সেই কারণেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে, স্যাম অল্টম্যানের জায়গায় এবার নতুন সিইও হয়েছেন মীরা মুরাতি। অন্যদিকে জানা গিয়েছে, স্যাম অল্টম্যান বরখাস্ত হওয়ার পর OpenAI- এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও ইস্তফা দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই স্যাম অল্টম্যানের কার্যকারিতায় নজরদারি এবং পর্যবেক্ষণ চালানো হচ্ছিল। আর এই রিভিউয়ের ভিত্তিতেই তাঁকে সংস্থা থেকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ। 

Continues below advertisement

বর্তমানে প্রযুক্তির দুনিয়ায় বেশ পরিচিত এবং জনপ্রিয় নাম স্যাম অল্টম্যান। সৌজন্যে তাঁর সৃষ্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটবোট চ্যাটজিপিটি। অপরিসীম দক্ষতা রয়েছে এই এআই চ্যাটবোটের। এমন এক বিস্ময়ের সৃষ্টিকর্তাকে কেন আচমকা সরিয়ে দেওয়া হল। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, OpenAI সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সাবলীল যোগাযোগ রাখছিলেন না স্যাম অল্টম্যান। আর তাই তিনি যে আগামী দিনেও সিইও পদে থেকে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে সেই ভরসা আর রাখতে পারেনি OpenAI কর্তৃপক্ষ। সেই কারণে সরিয়ে দেওয়া হয়েছে ChatGPT- র নির্মাতাকে। স্যামের আচার আচরণের জন্য তাঁর কাজের যোগ্যতা নিয়ে উঠছিল প্রশ্ন। OpenAI কর্তৃপক্ষের বিবৃতিতে আরও বলা হয়েছে যে স্যাম অল্টম্যানের প্রভূত অবদানের জন্য তারা কৃতজ্ঞ। সংস্থার উন্নতিতেও সাহায্য করেছেন তিনি। তৈরি করেছেন অন্যান্য সংস্থা যেমন অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা- এইসবকে টেক্কা দেওয়ার হাতিয়ার এআই চ্যাটবোট ChatGPT। তবে অগ্রগতির জন্য নতুন নেতার প্রয়োজন রয়েছে বলেও মনে করেছে OpenAI সংস্থা। 

স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার প্রসঙ্গে বিবৃতিতে OpenAI কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বোর্ড অফ ডিরেক্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন না। আর সেই জন্যেই তার উপর ভরসা, আস্থা হারিয়েছে সংস্থা। OpenAI কোম্পানির সিইও হয়ে তিনি সংস্থা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। আর এই দোলাচলের মধ্যেই বরখাস্ত করা হয়েছে ChatGPT- র নির্মাতা স্যাম অল্টম্যানকে। আপাতত মীরা মুরাতি অন্তর্বর্তী সিইও পদে থেকে দায়িত্ব সামলাবেন। তিনি আগে ছিলেন OpenAI সংস্থার চিফ টেকনোলজি অফিসার। 

আরও পড়ুন- প্রতি মাসে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ৫০০ মিলিয়ন পার, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসছে স্টিকার

Continues below advertisement
Sponsored Links by Taboola