ChatGPT Atlas: ChatGPT- r নির্মাতা OpenAI গুগলকে টেক্কা দেওয়ার জন্য artificial intelligence অর্থাৎ AI সাপোর্ট যুক্ত ওয়েব ব্রাউজার লঞ্চ করেছে। এই ওয়েব ব্রাউজার বিশ্বের জনপ্রিয় ব্রাউজার ক্রোম পরিচালন করে। AI যুক্ত নতুন এই ওয়েব ব্রাউজারের নাম ChatGPT Atlas, এখান থেকে সার্চের কি-ফিচার অ্যাড্রেস বার সরানো হয়েছে। Apple- এর MacOS অপারেটিং সিস্টেমে উপলব্ধ হয়েছে এই নতুন ব্রাউজার। OpenAI জানিয়েছে, তাদের নতুন AI সাপোর্ট যুক্ত ওয়েব ব্রাউজার Atlas একটি paid agent mode চালু করবে ইউজাদের জন্য। এর মাধ্যমে ইউজাররা সার্চ করতে পারবেন যেকোনও জিনিস।
সার্চিংয়ের ক্ষেত্রে গুগলের একছত্র আধিপত্য রয়েছে, একথা সকলেই জানেন। আর এই একছত্র আধিপত্যকেই চ্যালেঞ্জ করার জন্য এআই যুক্ত নতুন ওয়েব ব্রাউজার লঞ্চ করেছে ওপেন এআই। গুগলে ইউজাররা যেভাবে যেকোনও জিনিস সার্চ করতে পারেন, তেমনই ওপেন এআই- এর এআই যুক্ত এই নতুন ওয়েব ব্রাউজারের সাহায্যেও সবকিছুই ইউজারদের চোখের সামনে সার্চ করে হাজির করে দেবে artificial intelligence অর্থাৎ AI. জানা গিয়েছে, এই ওয়েব ব্রাউজারের 'এজেন্ট মোড' উপলব্ধ থাকবে সেই সমস্ত ChatGPT সাবস্ক্রাইবারদের কাছে, যাঁরা টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়েছেন। এই ক্ষেত্রে chatbot ব্যবহার করা যাবে ইউজারদের অভিজ্ঞতা ভাল করা জন্য। অর্থাৎ chatbot- এর সাহায্যে দ্রুত গতিতে সার্চ করা যাবে। ব্রাউজার সবচেয়ে ভাল ভাবে যাতে ব্যবহার করা যায় সেই জন্যই এআই সাপোর্ট রাখা হয়েছে এখানে।
ইতিমধ্যেই গুগলের তরফেও AI- তে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়েছে। গুগলও আজকাল সার্চের রেজাল্টের ক্ষেত্রে AI জেনারেটেড জবাবেই বেশি ভরসা করছে। ইউজাররাও AI- এর মাধ্যমে গুগলে সার্চ করে উত্তর খুঁজতেই অভ্যস্ত হয়েছেন আজকাল। আর সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের এই একছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ দিতেই ChatGPT- r নির্মাতা OpenAI তৈরি করেছে AI সাপোর্ট যুক্ত ওয়েব ব্রাউজার ChatGPT Atlas, যা আগামী দিনে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল (Google) আগেই লঞ্চ করেছে জেমিনি (Google Gemini AI Model), এ যাবৎ তাদের সবচেয়ে শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল (AI Model)। জেমিনি এআই (Gemini AI) আসলে গুগলের লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (Latest Large Language Model) যা পাল্লা দেবে ওপেন এআই (Open AI) - এর চ্যাটবোট (Chatbot) চ্যাট জিপিটি ৪ (ChatGPT 4) মডেলের সঙ্গে। গুগল বার্ড (Google Bard) - কে আরও শক্তিশালী করবে এই জেমিনি এআই। এছাড়াও গুগল পিক্সেল (Google Pixel Phone) ফোনে এআই ফিচারের ভিত সুদৃঢ় করতেও সাহায্য করবে এই লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM)।