OpenAI Upadte: কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট আসার পর ভয়ের পরিবেশ তৈরি হয়েছে কর্মীদের মধ্য়ে। বিশ্বের তাবড় টেক বিশেষজ্ঞরা মনে করছেন, বহু মানুষের চাকরি যাবে চ্যাটজিপিটির কারণে। যদিও সাম্প্রতিক এক পরীক্ষা বলছে অন্য কথা। 

Continues below advertisement

ChatGPT vs Human: অ্যাকাউন্টসের পরীক্ষা দিয়েছে চ্যাটজিপিটি ওপেন এআই এর চ্যাটবট 'চ্যাট জিপিটি' এ পর্যন্ত অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত মাসে কোম্পানি তার নতুন সংস্করণ GPT-4 লঞ্চ করেছে, যা আগের থেকে আরও উন্নত ও নির্ভুল বলে দাবি করেছে কোম্পানি। সেই কারণে অ্যাকাউন্টস পেপারে চ্যাট জিপিটি কীভাবে কাজ করে তা জানার জন্য সরাসরি এই চ্যটবটের পরীক্ষা নেয় ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটি  অন্যান্য ১৮৬টি বিশ্ববিদ্যালয়। চ্যাটজিপিটির পাশাপাশি একই প্রশ্নপত্র দেওয়া হয় ছাত্রদের হাতে। নিখুত এই চ্যাটবটের ফল শুনলে অবাক হবেন আপনি। 

Tech News: শেষপর্যন্ত কী রেজাল্ট ?প্রশ্নপত্রের ফল বেরনোর পর দেখা যায়, চ্যাট জিপিটির পারফরম্যান্স আশানুরূপ হয়নি। ছাত্ররা চ্যাটবটের থেকে অনেক ভাল ফল করেছে। অ্যাকাউন্টসের পরীক্ষায় ৭৬.৭ শতাংশ স্কোর করেছে পড়ুয়ারা। যেখানে চ্যাট জিপিটি পেয়েছে মাত্র ৪৭.৪ শতাংশ। তবে, মোট প্রশ্নের ১১.৩ শতাংশে চ্যাট জিপিটি ছাত্রদের থেকে বেশি নম্বর পেয়েছে।

Continues below advertisement

OpenAI Upadte: বহুক্ষেত্রে দেখা গেছে, চ্যাটবটগুলি অডিটিং ও এআইএস সম্পর্কিত প্রশ্নগুলিতে ভাল পারফর্ম করেছে। যদিও ট্যাক্স,অ্যাকাউন্টস ও ম্যানেজমেন্ট সংক্রান্ত প্র্শ্নের উত্তরে ভাল ফল করতে পারেনি। কোনওভাবেই চ্যাটজিপিটি ছাত্রদের টপকাতে পারেনি৷ অ্যাকাউন্টিং এডুকেশনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাট জিপিটি ট্রু-ফলস ও মাল্টিপল চয়েস প্রশ্নে ভাল পারফরম্যান্স করেছে। যদিও এটি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নগুলিতে ব্যর্থ হয়েছে। ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির ছাত্র জেসিকা উড বলেন, চ্যাটজিপিটি এখনও নিখুঁত নয়। এটি সর্বত্র ব্যবহার করা যায় না। উডের মতে, চ্যাট জিপিটি থেকে সব কিছু শিখলে ভুল হবে।

ChatGPT vs Human: এর আগেও অনেক পরীক্ষায় চ্যাট জিপিটিকে সমস্যায় পড়তে হয়েছেতবে এই প্রথমবার নয়, অতীতেও বহু পরীক্ষায় খারাপ ফল করেছে চ্যাটজিপিটি।  এর আগে এই চ্যাটবট ইউপিএসসির একটি পেপারে অনেক ভুল উত্তর দিয়েছিল। আসলে এই চ্যাটবটের জ্ঞান সীমিত, সেই কারণে অঙ্ক ও সাম্প্রতিক বিষয়ে অনেক প্রশ্নের ভুল উত্তর দেয় এই চ্য়াটবট। সবথেকে বড় বিষয় হল,   ভুল উত্তরকে ঠিক বলে চালানোর চেষ্টা করে এই চ্যাটজিপিটি। 

আরও পড়ুন : PNB Alert: পিএনবি-র নামে বড় প্রতারণার ফাঁদ, ভুলেও এই কাজটি করবেন না