Chinese Loan Fraud Apps: মোবাইল অ্যাপের মাধ্যমে এখন সহজ হয়ে গিয়েছে টাকার লেনদেন। বড় থেকে ছোট সবাই কয়েক সেকেন্ডের মধ্যেই মোবাইলের মাধ্যমে সেরে ফেলছেন সব পেমেন্ট। এই মোবাইল বিপ্লবের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল অ্যাপে ঋণের সুবিধা। আজকাল ফোনে কয়েক সেকেন্ডে ঋণ নেওয়ার বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এমন শত শত মোবাইল অ্যাপ রয়েছে যা Google Playstore-এ তাৎক্ষণিক ঋণ দিচ্ছে। আসলে গোপনে আপনার টাকা হাতানোর ষড়যন্ত্র তৈরি করছে এই অ্যাপগুলি।
Online Scam: মিনিটে লোন দেওয়ার অ্যাপের সত্যতা
কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার টাকা ঋণ দেওয়ার দাবি করা এই মোবাইল অ্যাপগুলো চিনের একটি এজেন্ডা ও ষড়যন্ত্র। এই অ্যাপগুলিতে তাত্ক্ষণিক ঋণের মিথ্যে দাবি করা হয়। কোনও কাগজ ছাড়াই ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এই অ্যাপগুলি আসলে চিনের জন্য কাজ করে।
দিল্লি পুলিশ করেছে পর্দা ফাঁসএমনই এক গ্যাংয়ের পর্দা ফাঁস করেছে দিল্লি পুলিশ। এই তাত্ক্ষণিক ঋণ অ্যাপগুলি আসলে ব্যবহারকারীদের ডেটা চিনের সার্ভারে পাঠাতে ব্যবহৃত হয়। তারপরে এই ঋণের জন্য আবেদনকারীদের তথ্য ভারতীয় প্রতারকদের দেওয়া হয়। যেখান থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন উপায়ে ছিনতাই করার পরিকল্পনা করা হয়েছিল। ঋণের কেওয়াইসি করার সময় তাদের যোগাযোগের তালিকা, চ্যাট, ছবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা অ্যাক্সেস করা হয়। এরপরই ঋণের আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য নেওয়ার পর তা চিনে পাঠানো হয়। আমরা নিচে কিছু অ্যাপের নাম বলছি। যদি এই অ্যাপগুলি আপনার ফোনে থাকে, তাহলে তা অবিলম্বে আনইনস্টল করুন।
এগুলি সেই বিপজ্জনক চাইনিজ অ্যাপCash PortRupeeWayLoanCubeWowRupeeHDB loan appCash tree appRAw loan appUnder processMinute cash appCash light appCash fish appHD credit appRuppes land appCash room appRupee loan appWell Kredit appSmartWalletGiantWalletHiRupeeSwiftRupeeWalletwiFishclubYeahcashImLoanGrowtreeMagicBalanceYocashFortuneTreeSupercoinRedMagicRaise cash appPP money appRupees master appCash ray app Mobipocket appPapa money appInfinity cash appKredit mango appKredit marvel appCB loan appCash advance app
Signal Cyber Attack: সম্প্রতি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের পর এবার বড় হ্যাকার হানা সিগন্যাল অ্যাপে। সম্প্রতি নিজেই সেই খবর নিশ্চিত করেছে অ্যাপ কর্তৃপক্ষ। সবথেকে বড় বিষয়, এই হ্যাকার হানায় প্রায় ১৯০০ ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। মূলত, Twilio কোম্পানির ওপর এই সাইবার হানা হয়েছে। এই কোম্পানি সিগন্যালের ভেরিফিকেশন সার্ভিস প্রোভাইডারের কাজ করে। যেখান থেকে ফাঁস হয়েছে ডেটা।
Cyber Attack: যাচাইয়ের জন্য ব্যবহৃত কোড হ্যাকারদের কাছে পৌঁছেছে
সম্প্রতি সিগনালের ওপর এই সাইবার হানার রিপোর্ট সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাচাইয়ের জন্য ব্যবহৃত সব কোডগুলি হ্যাকারের কাছে চলে গেছে। যদিও সিগন্যাল তার ব্লগে দাবি করেছে, হ্যাকারের কাছে মেসেজ হিস্ট্রি, প্রোফাইল ডেটা, যোগাযোগের তালিকায় কোনও অ্যাক্সেস নেই। রিপোর্ট বলছে, এই হ্যাকার হানায় ১৯০০ ব্যবহারকারীর ডেটা হারিয়েছে সিগনাল।