Realme: চিনের স্মার্টফোন নির্মাণকারী সংস্থা রিয়েলমি (Realme) এবার নজরদারি চালাবে কেন্দ্রীয় সরকার। গুরুতর অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে। রিয়েলমির বিরুদ্ধে অভিযোগ তাদের দ্বারা ইউজারদের গোপনীয়তা এবং নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী (Minister of State for Information Technology and Electronics) ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। বলা হচ্ছে, রিয়েলমি সংস্থার Enhanced Intelligent Services ফিচারের মাধ্যমে ইউজারদের সেনসিটিভ ডেটা সংগ্রহ করা হচ্ছে। এই তালিকায় রয়েছে কল লগ, এসএমএস এবং লোকেশন ইনফরমেশনও। সবচেয়ে অদ্ভুত হল এই ফিচার ডিভাইসে নিজে থেকেই এনাবেল বা অন হয়ে যায়। অর্থাৎ কীভাবে, কখন অন হচ্ছে তা টেরও পান না ইউজার। এদিকে হস্তক্ষেপ হয় তাঁর নিরাপত্তায়। জনৈক ট্যুইটার ইউজার ঋষি বাগরি সবার প্রথম এই অভিযোগ প্রকাশ্যে এনেছেন। সেই ট্যুইট এরপর নজরে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের। তিনি এই ট্যুইটে জবাব দিয়ে জানিয়েছেন যে গোটা বিষয়টি খতিয়ে দেখে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 


রিয়েলমির বিরুদ্ধে গুরুতর অভিযোগ


রিয়েলমির Enhanced Intelligent Services ফিচার 'বাই ডিফল্ট' অর্থাৎ নিজে থেকেই ডিভাইসে অন হয়ে যাচ্ছে। আর তার ফলে ইউজারদের সম্মতি ছাড়াই তাঁদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই হইচই শুরু হয়ে গিয়েছে। নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন রিয়েলমি সংস্থার। কারণ স্ট্যান্ডার্ড প্রাইভেসি প্র্যাকটিসের আওতায় ইউজারদেরকে জিজ্ঞেস করা হয় তাঁরা তাঁদের কোও ডেটা বা তথ্য শেয়ার করতে চান কিনা। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। রিয়েলমি ফোনের এই ফিচার অন হয়ে থাকলে কোনও স্পষ্ট নোটিফিকেশন ছাড়া বা ইউজারদের সম্মতি ছাড়াই তাঁদের তথ্য ফাঁস হচ্ছে। ভারতীয় ইউজারদের সঙ্গে যে এই বিষয়টি ঘটছে সেই প্রসঙ্গে তাঁদের একেবারেই অন্ধকারে রেখেছে রিয়েলমি কর্তৃপক্ষ। অথচ ইউজারদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, একই সঙ্গে চলছে শেয়ার করা। 


কী বলছে রিয়েলমি কর্তৃপক্ষ


একটি বিবৃতিতে রিয়েলমি সংস্থার তরফে জানানো হয়েছে তারা ইউজারদের নিরাপত্তার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করে। সেই সঙ্গে রিয়েলমি কর্তৃপক্ষ এও জানিয়েছে যে enhanced intelligent services ফিচারের আওতায় যেসমস্ত তথ্য রয়েছে তা এনক্রিপ্টেড পদ্ধতিতে সুরক্ষিত। তবে রিয়েলমি সংস্থা যাই জানাক না কেন আপাতত রিয়েলমির ফোন নিয়ে ভারতের বাজারে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নির্দিষ্ট কোন কোন ফোনের ক্ষেত্রে এমনটা হচ্ছে তা অবশ্য স্পষ্ট নয়। 


আরও পড়ুন- কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?