Earbuds: নাথিং (Nothing) সংস্থার সাব-ব্র্যান্ড হল CMF, তারাই ভারতে লঞ্চ হয়েছে নেকব্যান্ড প্রো। এর সঙ্গে লঞ্চ হয়েছে CMF বাডস (CMF Buds)। এই CMF বাডস- এর দাম ২৪৯৯ টাকা। ভারতে CMF বাডস- এর বিক্রি শুরু হতে চলেছে আগামী ৮ মার্চ দুপুর ১২টা থেকে। সেই সময়ে এই ইয়ারবাডস কেনা যাবে ২২৯৯ টাকায়। তবে এই অফার থাকবে সীমিত সময়ের জন্য। ডার্ক গ্রে (গাঢ় ধূসর), লাইট গ্রে (হাল্কা ধূসর) এবং অরেঞ্জ (কমলা) - এই তিনটি রঙে লঞ্চ হয়েছে CMF বাডস। জানা গিয়েছে, এই CMF বাডস- এ রয়েছে ৪২ ডেসিবেলের অ্যান্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট।
দেখে নেওয়া যাক CMF বাডস- এ কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- এই ইয়ারবাডসে রয়েছে ১২.৪ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। CMF বাডস আসলে একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। এখানে রয়েছে সংস্থার Ultra Bass technology 2.0- র সাপোর্ট।
- ৪২ ডেসিবেল পর্যন্ত কাজ করবে এই ইয়ারবাডসের অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। সঙ্গে থাকছে একটি ট্রান্সপারেন্সি মোড। এছাড়াও রয়েছে চারটি এইচডি মাইক্রোফোন। এগুলির সাহায্যে ফোনে কথা বলার সময় সুবিধা হয় ইউজারদের। স্পষ্ট শব্দ শুনতে পারবেন তাঁরা।
- CMF Buds একটি IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় সহজে এই ইয়ারবাডস সহজে নষ্ট হবে না।
- এই ইয়ারবাডসের এক একটিতে রয়েছে ৪৫ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে চার্জিং কেসে রয়েছে ৪৬০ এমএএইচ ব্যাটারি। CMF সংস্থার তরফে দাবি করা হয়েছে একবার পুরো চার্জ দিলে নাগাড়ে ৮ ঘণ্টা ব্যবহার করা যাবে এই ইয়ারবাডস। আর চার্জিং কেস সমেত এই সময়ের পরিমাণ প্রায় ৩৫.৫ ঘণ্টা।
- যেহেতু এই ইয়ারবাডসে ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে, তার ফলে মাত্র ১০ মিনিট চার্জ দিলে CMF বাডস চালু থাকবে প্রায় ৬.৫ ঘণ্টা, এমনটাই দাবি করেছে সংস্থা।
- কানেক্টিভিটি ফিচার হিসেবে CMF বাডস- এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩- র সাপোর্ট। এছাড়াও থাকছে ডুয়াল ডিভাইস কানেকশন ফিচার। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসে এই ইয়ারবাডস সংযুক্ত রাখা যাবে। এর পাশাপাশি গুগল ফাস্ট পেয়ার এবং মাইক্রোসফট সুইফট পেয়ার- এই দুই ফিচারের সাপোর্ট রয়েছে CMF বাডসে। জানা গিয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ কিংবা তার থেকে বেশি ভার্সান আর আইওএস ১৩ এবং তার থেকে বেশি ভার্সাম যুক্ত ডিভাইসের সঙ্গে কাজ করতে অর্থাৎ সংযুক্ত হতে পারবে CMF ইয়ারবাডস।
আরও পড়ুন- রিয়েলমি ১২ ৫জি কিংবা রিয়েলমি ১২ প্লাস ৫জি কিনবেন ভাবছেন? বিশদে দেখে নিন ফিচার