Hacking Alert: ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব কিছুটা হলেও স্থগিত হয়েছে, যুদ্ধবিরতি এখন দুই দেশের মধ্যে শান্তির বার্তা দিলেও নতুন এক আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানি হ্যাকারদের নিশানায় পড়তে পারেন আপনিও। বন্দুক-গুলি নয়, পাকিস্তান ক্রমাগত সাইবার অ্যাটাকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয়দের লক্ষ্য করে এই চেষ্টা চালাচ্ছে তারা। এই মর্মে দেশের নিরাপত্তা সংস্থাগুলি সতর্কবার্তা জারি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সাংবাদিক সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার ফোনে ফাঁদ পাতছে না তো কেউ

নিরাপত্তা সংস্থাগুলির মতে, ভারতের নাগরিকদের বিশেষ করে সাংবাদিক, সাধারণ নাগরিক এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের কাছে কিছু সন্দেহজনক ফোন আসছে, যেখানে ফোনের ওপার থেকে এক ব্যক্তি নিজেকে ভারতীয় সেনাবাহিনী বা কোনও গোয়েন্দা হিসেবে পরিচয় দিচ্ছেন। আর তারপর সেনাবাহিনী সম্পর্কিত তথ্য জানার চেষ্টা করে, সংবেদনশীল বেশ কিছু তথ্য জানার চেষ্টা করে এভাবে।

এই নম্বর থেকে আসা কলগুলি অবিলম্বে ব্লক করুন

যদি আপনি +৯১ ৭৩৪০৯২১৭০২-এর মত কোনও নম্বর থেকে কল পান তাহলে সাবধান থাকুন। এই নম্বরটি ভারতের বলে মনে হলেও এতে স্পুফিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর অর্থ হল আসল ফোন নম্বর লুকানো আছে, আর আপনি একটি ভুয়ো নম্বর দেখতে পাচ্ছেন। কল এলে ফোনের ওপার থেকে অজানা ব্যক্তি অপারেশন সিঁদুর সম্পর্কিত তথ্য জানতে চাইবেন। স্বাভাবিকভাবেই কোনও কর্মকর্তা এইভাবে ফোনে সংবেদনশীল তথ্য জানতে চাইবেন না।

হোয়াটসঅ্যাপ ও ইমেলেও ছড়িয়েছে বিপদ

শুধু কলই নয়, সন্দেহজনক ফাইল, লিঙ্ক, ভিডিয়ো, হোয়াটসঅ্যাপ ও সমাজমাধ্যমে পাঠানো হচ্ছে। এই ফাইলগুলির মধ্যে কিছু কিছুর নাম 'tasksche.exe' যা কিনা ভাইরাসে ভরা। এগুলো দেখতে স্বাভাবিক বলে মনে হলেও আপনার ফোন বা কম্পিউটার থেকে সমস্ত ডেটা চুরি করে নিতে পারে।

এই বিষয়গুলির খেয়াল রাখুন

অপরিচিত নম্বর থেকে আসা কোনও ফাইল বা লিঙ্ক খুলবেন না।

.apk বা .exe-র মত ফাইল থেকে দূরে থাকবেন।

আপনার মোবাইল বা কম্পিউটারে ভাল অ্যান্টি ভাইরাস ব্যবহার করা দরকার।

ডিজিটাল দুনিয়ায় আক্রমণ হানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ফলে এই পরিস্থিতিতে আপনাকে সতর্ক থাকা দরকার, কোনও অজানা কল বা সন্দেহজনক বার্তাকে লঘু করে দেখা উচিত নয়।