Signal Cyber Attack: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের পর এবার বড় হ্যাকার হানা সিগন্যাল অ্যাপে। সম্প্রতি নিজেই সেই খবর নিশ্চিত করেছে অ্যাপ কর্তৃপক্ষ। সবথেকে বড় বিষয়, এই হ্যাকার হানায় প্রায় ১৯০০ ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। মূলত, Twilio কোম্পানির ওপর এই সাইবার হানা হয়েছে। এই কোম্পানি সিগন্যালের ভেরিফিকেশন সার্ভিস প্রোভাইডারের কাজ করে। যেখান থেকে ফাঁস হয়েছে ডেটা।


Cyber Attack: যাচাইয়ের জন্য ব্যবহৃত কোড হ্যাকারদের কাছে পৌঁছেছে


সম্প্রতি সিগনালের ওপর এই সাইবার হানার রিপোর্ট সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাচাইয়ের জন্য ব্যবহৃত সব কোডগুলি হ্যাকারের কাছে চলে গেছে। যদিও সিগন্যাল তার ব্লগে দাবি করেছে, হ্যাকারের কাছে মেসেজ হিস্ট্রি, প্রোফাইল ডেটা, যোগাযোগের তালিকায় কোনও অ্যাক্সেস নেই। রিপোর্ট বলছে, এই হ্যাকার হানায় ১৯০০ ব্যবহারকারীর ডেটা হারিয়েছে সিগনাল।


Signal Cyber Attack: সিগন্যাল এই হ্যাকিং সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে
ইতিমধ্যেই হ্যাকার হানার বিষয়ে বিবৃতি জারি করেছএ সিগনাল। কোম্পানি জানিয়েছে, অন্য যেকোনও ডিভাইস থেকে কোডের মাধ্যমে কারও অ্যাকাউন্টে লগইন করতে পারে। চলতি মাসের শুরুতে হ্যাকিং সম্পর্কে তথ্য পাওয়ার পরে Twilio জানিয়েছিল, কোম্পানি হ্যাকিং তদন্তে সিগন্যালকে সাহায্য করছে। টুইলিও সঙ্গে কাজের সূত্রে গাঁটছড়া রয়েছে ফোর্ড মোটর, মারকাডো লিব্রে ও এইচএসবিসি-র মতো ২,৫৬,০০০ ব্যবসায়িক কোম্পানির নাম। তাই এদের ডেটা হ্যাক হলে তোলপাড় শুরু হবে বিশ্ববাজারে।


Cyber Attack: চিনেও বড় সাইবার হামলা


সম্প্রতি চিনে একটি বড় সাইবার হামলা হয়েছে। যেখানে ৪৮.৪ মিলিয়ন করোনা রোগীর তথ্য ফাঁস হয়েছে। এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত হ্যাকারের ব্যবহারকারীর নাম ছিল XJP।  সে হ্যাকার ফোরামে হ্যাক করা ডেটা ৪০০০ মার্কিন ডলার (প্রায় ৩,২০,০০০ টাকা) বিক্রি করেছে।


Malware Apps: তবে এই প্রথমবার নয়। কদিন আগেই ম্যালওয়্যারের খপ্পরে পড়েছে গুগল। খবর সামনে আসতেই তড়িঘড়ি অ্যাপগুলিকে গুগল প্লে-স্টোর (Google Playstore)থেকে সরিয়ে দিয়েছে কোম্পানি। সম্প্রতি ৮টি এরকম ম্যালওয়্যার অ্যাপস পাওয়া গিয়েছে প্ল-স্টোরে।


Virus Attack: অজান্তেই চলে যাবে আপনার টাকা 
সম্প্রতি নতুন এই ম্যালওয়্যারের বিষয়টি সামনে এনেছেন একজন সুরক্ষা বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, এই ধরনের ৮টি অ্যান্ড্রয়েড অ্যাপের থেকে তৈরি হচ্ছে সমস্যা। এই অ্যাপগুলি আপনার অনুমতি ছাড়াই প্রিমিয়াম পরিষেবা সাবস্ক্রাইবার করে দিচ্ছে। এই ম্যালওয়ারের নাম Autolycos। আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ এই অ্যাপগুলো ডাউনলোড করেছেন। তবে এখন এই আটটি অ্যাপকে গুগল তার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে।


Malware Apps: আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে ম্যালওয়্যার


সাইবার সিকিউরিটি ফার্ম অ্যাভেনার নিরাপত্তা গবেষক ম্যাক্সিম ইনগ্রাও টুইটারে এই ম্যালওয়্যার সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, "অটোলাইকোস নামের নতুন ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। যা গুগল অ্যাপ স্টোরের প্রায় আটটি অ্যাপে পাওয়া গিয়েছে। অটোলাইকোস ব্যবহারকারীদের ব্যক্তিগত বিবরণ ও ডেটা চুরির কাজ করে। এমনকী এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অজান্তেই এসএমএসও পড়ে ফেলে। অটোলিকোস রিমোট ব্রাউজারে ইউআরএল চালায় ও ওয়েবভিউ ছাড়াই HTTP অনুরোধ অনুমোদন করে।" যা এককথায় এই ধরনের অ্যাপ ব্যবহারকারীর মারাত্মক ক্ষতি করে।