DeepSeek AI: সারা বিশ্বে সাড়া ফেল দিয়েছে চিনের ডিপসিক এআই। চ্যাটজিপিটিকে টেক্কা দিয়ে অনেক কম খরচে কৃত্রিম মেধার ব্যবহারের (DeepSeek AI) সুযোগ করে দেবে এই ডিপসিক। আর সম্প্রতি এই ডিপসিককে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মুলুকে। ধস নেমেছে মার্কিন শেয়ার বাজারে। বিশ্বের সবথেকে বড় চিপনির্মাতা সংস্থা এনভিডিয়ার শেয়ারে সবথেকে বড় পতন দেখা গিয়েছে। আর এই কৃত্রিম মেধার উপরে এখন সবথেকে বড় নজর রেখেছে ভারত। ডেটা সুরক্ষা এবং চিনের সঙ্গে এর সংযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এই কৃত্রিম মেধাকে ঘিরে। ভারত সরকার এই প্ল্যাটফর্মের (DeepSeek AI) সম্ভাব্য ঝুঁকির দিকে নজর রাখছে। জাতীয় নিরাপত্তা এবং ব্যবহারকারীর গোপনীয়তা যাতে আশঙ্কাজনক পরিস্থিতিতে না পরে সেই কারণে সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।
ভারতে ডিপসিক এআই নিয়ে উদ্বেগ কেন বাড়ছে
ডিপসিকের গোপনীয়তা নীতি প্রকাশ করে যে এটি চিনে অবস্থিত সার্ভারে ব্যক্তিগত তথ্য এবং আপলোড করা ফাইল সহ ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে। কিন্তু সেই কারণেই দেশের মধ্যে ডেটা না রাখার কারণে ভারতের ডেটা সুরক্ষা নীতির পরিপন্থী এই ঘটনা। আর এটাই সরকার ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলেছে।
ভারত ইতিমধ্যেই চিনা অ্যাপ ও কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। টিকটক এবং পাবজি একই রকম নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নিষিদ্ধ করা হয়েছিল। অন্যদিকে চিনের দুটি টেলিকম অপারেটর সংস্থাকে পরিকাঠামো প্রকল্পের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হল Huawei এবং ZTE। বিশেষজ্ঞরা বলেছেন যে ডিপসিককেও যদি নিরাপত্তার জন্য ক্ষতিকর মনে হয়, তাহলে ভারতে এই ডিপসিককেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
ভারতে এআই রেগুলেশন এবং ডিপসিকের প্রতিবন্ধকতা
ভারতের নিয়ন্ত্রক সংস্থাগুলি এখনও সিদ্ধান্ত নেয়নি কীভাবে এআই প্ল্যাটফর্মগুলির আইনি দিকগুলি নিয়ন্ত্রণ করা যাবে। ডিপসিকের ডেটা নীতিসমূহ ভারতের ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের পরিপন্থী, আর তাই ভয় ধরাচ্ছে এই চিনা এআই।
ডিপসিক আসলে কী
DeepSeek R1 ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির লাইসেন্সপ্রাপ্ত একটি ওপেন-সোর্স AI মডেল। মডেলটি গবেষণার উদ্দেশ্যে বিনামূল্যে পাওয়া যায়। ব্যক্তিগত এবং পেশাদার প্রকল্পের জন্য এই মডেল এখন ব্যবহার করা যেতে পারে। আপনি যদি আপনার কম্পিউটারে DeepSeek ব্যবহার করতে চান, আপনি এটি ইনস্টল ও সেটআপ করতে নীচের পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন৷
আরও পড়ুন: Gold Rate: লক্ষ্মীবারে ফের বদলে গেল সোনার দাম, আজ কিনলে লাভ পাবেন ?