ওয়াশিংটন: জাতীয় বিমানবন্দরে ঢোকার মুখে আমেরিকায় দুর্ঘটনার শিকার হল যাত্রীবাহী বিমান। মাঝ আকাশে সেনার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগল বিমানটির। রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে, পোটোম্যাক নদীর উপর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বিমানটি-র দু’টি টুকরো হয়ে গিয়েছে। সেই অবস্থায় নদীতে বিমানটি ভেঙে পড়ে। হেলিকপ্টারটি উল্টে পড়ে উল্টো হয়ে। এখনও পর্যন্ত ১৯টি দেহ জল থেকে টেনে তোলা গিয়েছে বলে খবর। (Plane Collides with Helicopter)


কিন্তু নদীতে উদ্ধারকার্য চালানো কঠিন হতে পারে। কারণ এই মুহূর্তে আমেরিকার তাপমাত্রা হিমাঙ্কের নীচে। পোটম্যাক নদী প্রায় জমে যাওয়ার মতো অবস্থা। উদ্ধারকার্য চালাতে তাই আগামী প্রস্তুতি নিয়ে নামা হচ্ছে। ডুবুরি নামানো হচ্ছে নদীতে। প্রয়োজনীয় যন্ত্রপাতিও জড়ো করা হয়েছে। (US Plane Accident)


আমেরিকার রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাত ৮টা বেজে ৫৩ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। কানসাসের উইচিটা থেকে আসছিল যাত্রীবাহী বিমানটি। সেনার হেলিকপ্টারটি আসছিল ভার্জিনিয়ার ফোর্ট বেলভয়ের থেকে। অবতরণের কয়েক মিনিট আগেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে জানা গিয়েছে।



দুর্ঘটনার পর যাত্রীবাহী বিমান এবং হেলিকপ্টার, দু’টিই পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। বিমানটি দু’টুকরো হয়ে গিয়েছে। উল্টো হয়ে নদীতে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। বিমানে ৬০ যাত্রী এবং চার জন বিমানকর্মী সওয়ার ছিলেন। হেলিকপ্টারে ছিলেন চার সৈনিক। তাঁদের কেউ বেঁচে আছেন কি না, এখনও জানা যায়নি। তবে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারাও ছুটে গিয়েছেন ঘটনাস্থলে।



আরও পড়ুন: মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে হেলিকপ্টারের ধাক্কা, বহু প্রাণহানির আশঙ্কা


স্থানীয়রা জানিয়েছেন, আচমকা বিকট শব্দ শুনতে পান তাঁরা। তার পর আসল ঘটনা বুঝতে পারেন। US Federal Aviation Administration জানিয়েছে, PSA Airlines-এর একটি ৫৩৪২ অন্তর্দেশীয় বিমান আমেরিকার রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের দিকে এগোচ্ছিল। সেই সময় সেনার Black Hawk Silkrsky H-60 হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে ধাক্কা লাগে। যে যাত্রীবাহী বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, American Airlines-এর হয়ে সেটিতে পরিষেবা দিচ্ছিল PSA Airlines. কানসাসের উইচিটা থেকে আসছিল বিমানটি। ওই বিমানে ৬০ যাত্রী এবং চার জন বিমানকর্মী ছিলেন। সেনার হেলিকপ্টারে সওয়ার ছিলেন চারজন সৈনিক। সেটি কানসাসের ফোর্ট বেলভয়ের থেকে আসছিল। বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।


আমেরিকার যুক্তরাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা FBI জানিেয়েছে, তদন্তে সবরকমের সহযোগিতা করবে তারা। এই মুহূর্তে রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের সমস্ত বিমান অন্য অভিমুখে ঘোরানো হচ্ছে। দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি-তে গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো। কী করে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।