Google Play store Update: এই তিন অ্যাপ চিন্তা বাড়িয়েছে সবার। বেগতিক দেখে এবার প্লেস্টোর থেকে ক্ষচিকারক অ্যাপগুলি সরিয়ে দিল গুগল। পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে এই অ্যাপগুলিকে। আপনার মোবাইলে এই তিন অ্যাপ নেই তো ?
Google Banned Apps: আপনার মোবাইলে থাকলে বিপদের আশঙ্কা
গুগলের তরফে বলা হয়েছে, এই তিন অ্যাপের মাধ্যমে সহজেই ফোনে ঢুকে যেতে পারে জোকারের মতো ক্ষতিকারক ভাইরাস। অ্যান্ড্রয়েড মোবাইলে যা আপনার অনুমতি ছাড়াই টাকা দিয়ে দেবে। ভাবছেন কী করে সম্ভব হবে এই কাজ ? ওয়ার্ল্ড টেক জায়ান্টের মতে, আপনাকে না জানিয়েই দামি পরিষেবার সাবক্রিপশন করিয়ে দেবে জোকার। এইভাবে আপনার টাকা চুরি করলেও প্রথমে বুঝতে পারবেন না আপনি।
Google Playstore Update: কে ধরল এই জালিয়াতি ?
সম্প্রতি অ্যান্টি ভাইরাস অ্যাপ ক্যাসপারস্কির নজরে পড়ে এই তিন অ্যাপ। এই প্রসঙ্গে ইন্টারনেট সুরক্ষার গবেষক ইগর গোলোভিন জানান, আগেই গুগলের ইন্টারনেট সুরক্ষা টিমের কাছে জোকার ম্যালওয়্যাল ছাড়পত্র পেয়েছে। প্রথমে ক্ষতিকারক কিছু মনে না হলেও প্লেস্টোরের লাইভে যেতেই সক্রিয় হয়ে ওঠে এই ক্ষতিকারক ম্যালওয়্যার।
Google Banned Apps: কোন তিন অ্যাপ করছে ক্ষতি ?
Style Message, Blood Pressure App, Camera PDF Scanner -এই তিন অ্যাপকেই প্লেস্টোর থেকে নিষিদ্ধ করেছে গুগল। আপনি যদি এই অ্যাপ ডাউনলোড করে থাকেন, তাহলে অবলিম্ব তা মোবাইল থেকে ডিলিট করুন। অন্যথায় আপনার অজান্তেই টাকা চলে যাবে অন্য কোম্পানিগুলির কাছে। তবে এই প্রথমবার নয়। অতীতেও এই ধরনের সমস্যা তৈরি করায় বহু অ্যাপকে প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। ক্ষতিকারক এই অ্যাপগুলি থেকেই বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল। পরবর্তীকালে যার ফল ভুগতে হচ্ছিল গুগল ইউজারদের।
আরও পড়ুন : WhatsApp Group Feature: গ্রুপ ছেড়ে গেলেও জানতে পারবে না অন্যরা, হোয়াটসঅ্যাপে নয়া ফিচার