Cyber Scam Case: দিনে দিনে সাইবার জালিয়াতির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি আরেকটি সাইবার অপরাধের ঘটনা প্রকাশ্যে এসেছে। বর্ধমান গ্রুপের মালিক বিশিষ্ট শিল্পপতি মি. এসপি অসওয়ালের অ্যাকাউন্ট থেকে ৭ কোটি টাকা লুট হয়ে গিয়েছে। ভুয়ো সিবিআইয়ের (Digital Arrest) আধিকারিক সেজে জালিয়াতরা তাঁকে ভুয়ো গ্রেফতারি পরোয়ানা (Cyber Crime) দেখায় এবং ডিজিটাল অ্যারেস্টের কবলে ফেলে আর তারপরই টাকা লুট করে উধাও সকলে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরে তৎক্ষণাৎ পুলিশ তদন্ত শুরু করে। আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দুই জালিয়াতকে গ্রেফতার করে।


রবিবার পঞ্জাব পুলিশ একটি দলকে গ্রেফতার করে যারা শিল্পপতি এসপি অসওয়ালের ৭ কোটি টাকা লুট করেছিল। এই মামলায় লুধিয়ানার পুলিশ কমিশনার কুলদীপ সিং চাহাল জানান যে দুইজন জালিয়াতকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর এর মাধ্যমে তাদের কাছ থেকে সঙ্গে সঙ্গেই ৫.২৫ কোটি টাকা উদ্ধার করা গিয়েছে। এখনও পর্যন্ত এই দলের আরও ৭ জনকে চিহ্নিত করেছে পুলিশ, তাদের গ্রেফতারির চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে যে এই ৯ জনের দলের সকলেই অসম এবং পশ্চিমবঙ্গে বাড়ি।


বর্ধমান গ্রুপের মালিক বিশিষ্ট শিল্পপতি এসপি অসওয়ালের অ্যাকাউন্ট থেকে ৭ কোটি টাকা লুট করেছে জালিয়াতরা। এই পরিমাণ টাকা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদাভাবে তোলা হয়েছে। এই সময়ের মধ্যে এসপি অসওয়াল বুঝতেও পারেননি যে তাঁর সঙ্গে একটা বড়সড় অপরাধমূলক ঘটনা ঘটতে চলেছে।


একটা সামান্য ফোন কল দিয়েই এই সাইবার অপরাধ শুরু করেছিল জালিয়াতরা। যেইমাত্র এসপি অসওয়াল সেই ফোন তোলেন, ফোনের ওপার থেকে একজন বলেন যে তিনি সিবিআই অফিসার বলছেন। এরপরে সেই ব্যক্তি তাঁকে একটি গ্রেফতারি পরোয়ানা দেখান, এবং তাঁকে ডিজিটালি অ্যারেস্ট করেন। এরপরে এই ঘটনার ভিত্তিতে শিল্পপতির কাছ থেকে অভিযোগ দায়ের করা হয়, পুলিশ তা গ্রহণ করে। লুধিয়ানা পুলিশ জানিয়েছে যে ৪৮ ঘণ্টার মধ্যেই এই কেস সমাধান করেছে তারা। যে দুজন গ্রেফতার হয়েছেন তাদের নাম জানা গিয়েছে আনন্দ কুমার চৌধুরী এবং অতনু চৌধুরী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Flight Ticket Price: বিমানের জ্বালানির দাম কমেছে অক্টোবরের শুরুতেই, বিমানভাড়া কি কমবে ?