UPI Update: ডেবিট কার্ড বা এটিএমে গিয়ে টাকা তোলার দিন শেষ। দেশে বর্তমান প্রজন্ম এখন আর্থিক লেনদেনে আস্থা রাখছে ইউপিআই(UPI)-এর ওপর। রিপোর্ট বলছে, মোদি সরকারের ইউপিআই এখন দেশে ব্যবহৃত আর্থিক লেনদেনের সবথেকে পছন্দের মাধ্যম।
Digital India: কতটা বেড়েছে ইউপিআই পেমেন্টের সংখ্যা ?
পরিসংখ্যান বলছে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) ডিজিটাল অর্থ লেনদেনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। টাকা লেনদেনের অন্যান্য মাধ্যম থাকলেও ২০২২ সালেও ডিজিটাল UPI তার বৃদ্ধি অব্যাহত রেখেছে। গত বছর ইউপিআই-এর মোট লেনদেনের সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। এক বছরে ৭৪ বিলিয়ন পর্যন্ত পৌঁছে গিয়েছে ইউপিআই লেনদেনের সংখ্যা। তবে এখানে লেনদেনের মান ভলিউমের তুলনায় ধীর গতিতে বেড়েছে। মোট ৫৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে লেনদেনের মূল্য দাঁড়িয়েছে ১২৬ ট্রিলিয়ন রুপি।
ইন্ডিয়া ডিজিটাল পেমেন্টস অ্যানুয়াল রিপোর্ট ২০২২ শিরোনামে একটি ওয়ার্ল্ডলাইন প্রকাশনা বলছে, QR কোডের বৃদ্ধি UPI লেনদেনের সংখ্যা বাড়াতে অনন্য ভূমিকা রেখেছে। ২০২২ সালের জানুয়ারিতে QR-এর সংখ্যা ১৫২ মিলিয়ন থেকে ডিসেম্বরে ২৩৭ মিলিয়নে পৌঁছেছিল। ২০২২ সালে UPI ভলিউমে ৭৪.০৫ বিলিয়ন লেনদেনের রেকর্ড করেছে। যার মূল্য দাঁড়ায় ১২৬ ট্রিলিয়ন টাকা। যা ২০২১ সালের লেনদেনের পরিমাণের প্রায় দ্বিগুণ।
ডেবিট কার্ডের জায়গা নিয়েছে UPI
jরিপোর্ট বলছে, ইউপিআই ডেবিট কার্ড লেনদেনের মার্কেট শেয়ারেও থাবা বসিয়েছে। ২০২২ সালে ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে ডেবিট কার্ডে লেনদেনের সংখ্যা। "এটি সম্ভবত UPI লেনদেনের বৃদ্ধির ফলাফল"। অনন্ত রিপোর্টে তেমনই উল্লেখ করা হয়েছে।
এ ছাড়াও রিপোর্টে দেখা গেছে, উপভোক্তারা ২০২২ সালে সব ডিজিটাল মোডগুলির মধ্যে UPI-এর ব্যক্তি-থেকে-ব্যবসায়ী (P2M) ও ব্যক্তি-থেকে-ব্যক্তির (P2P) টাকা লেনদেনের মোড বেশি পছন্দ করেছে৷ সব মিলিয়ে ব্যক্তি-থেকে-ব্যবসায়ী (P2M) লেনদেনগুলি ভলিউম অনুসারে ৪০ শতাংশ ও মূল্যের ভিত্তিতে ১৮ শতাংশের বেশি বাজার দখল করেছে। অন্যদিকে, ব্যক্তি-থেকে-ব্যক্তির (P2P) লেনদেনের ভলিউম অনুসারে ৪৪ শতাংশের বাজারের অংশীদার ছিল UPI। এর মূল্য ছিল 66 শতাংশের বেশি। যেখানে গত বছর ডেবিট কার্ড মোট মার্কেট শেয়ারের মাত্র চার শতাংশ নিতে পেরেছে।
২০২২ সালে রেকর্ডেড মোট UPI লেনদেনের পরিমাণের মধ্যে ভলিউমের ৫৪ শতাংশ ছিল P2M লেনদেন। ২০২২ সালের ডিসেম্বরে এই ধরনের লেনদেনের জন্য গড় টিকিট সাইজ ছিল ৬৮৭ টাকা, যেখানে P2P লেনদেনের জন্য ছিল ২৭৫৩ টাকা।