Spam Calls: এখন ভুয়ো বা স্প্যাম কল শনাক্ত করা হবে আরও সহজ। এবার থেকে কোনও কোম্পানির প্রতিনিধি ফোন করলেই নম্বর দেখে ধরতে পারেবন আপনি। জেনে নিন, কীভাবে করতে পারবেন এই কাজ।


TRAI New Rules: ডট দিয়েছে এই সবুজ সঙ্কেত 
দেশের টেলিকম ব্যবস্থায় আরও উন্নতি করতে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি টেলিকমিউনিকেশন বিভাগের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে বলা হয়েছিল, TRAI কোম্পানিগুলিকে একটি অনন্য নম্বর সিরিজ বরাদ্দ করবে, যার ফলে গ্রাহক প্রচারমূলক ও কাজের কলগুলির মধ্যে পার্থক্য করতে পারবে। TRAI-এর এই প্রস্তাবে এবার সবুজ সঙ্কেত দিয়েছে DOT। অর্থাৎ শীঘ্রই গ্রাহকরা নম্বরের ভিত্তিতে ব্যাঙ্ক বা কোনও পণ্য ভিত্তিক সংস্থা থেকে আসা কাজের কলটি শনাক্ত করতে সক্ষম হবে।


বর্তমানে, যদি এই ধরনের কল আসে তবে গ্রাহকরা এটির মধ্যে পার্থক্য করতে পারে না। কারণ কাজের কল ও ভুয়ো কলের নম্বর একই থাকায় এই সমস্যা হয়। এই সমস্যা দূর করতেই এই নতুন প্রস্তাব তৈরি করেছে ট্রাই। শীঘ্রই TRAI এই বিষয়ে একটি বিস্তারিত নির্দেশিকা নিয়ে আসবে। 


আগামী দিনে প্রতিটি কোম্পানিকে একটি অনন্য নম্বর সিরিজ বরাদ্দ করা হবে। যখন একজন ব্যক্তি এই নম্বর থেকে কল পাবেন, তখন তাঁর স্ক্রিনে কলটি কোন নির্দিষ্ট বিষয়ে করা হয়েছে তা দেখা যাবে। বর্তমানে, টেলিমার্কেটিং কোম্পানিগুলিতে ১৪০ নম্বর সিরিজ বরাদ্দ করা হয়েছে, কিন্তু এর মধ্যেও গ্রাহকরা কোন কলটি পরিষেবার সঙ্গে সম্পর্কিত ও কোনটি বিক্রয় প্রচারের জন্য তা পার্থক্য করতে পারেন না। এখন নতুন আপডেটের পরে একটি অনন্য নম্বর সিরিজ কোম্পানিগুলিকে বরাদ্দ করা হবে। যার মাধ্যমে আপনি সহজেই দুই ধরনের কলের পার্থক্য করতে পারবেন।


Cyber Crime: দেশবাসীকে ঠকাতে এবার নতুন কৌশল অবলম্বন করেছে প্রতারকরা। খোদ আপনার কোম্পানির বসের নাম দিয়ে আসছে বার্তা। একবার ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট ফাঁকা। 


গ্রাহকদের বোকা বানাতে আজকাল আরও আগ্রাসী হয়ে উঠেছে হ্যাকাররা। মানুষকে বোকা বানাতে জন্য এমন সব পদ্ধতি আনা হচ্ছে, যাতে বিশ্বাস করতে পারেন আপনিও। সময়ের সঙ্গে সঙ্গে প্রতারকরা এখন পুরোনো পথ ছেড়ে নতুন কৌশল নিয়েছে। এখন থেকে আপনি যদি কোনও কোম্পানিতে কাজ করেন, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। 


Digital fraud: ট্যুইটার পোস্ট থেকে প্রতারণা
সম্প্রতি প্রতারকদের এই কৌশল নিয়ে টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন এক ব্যবহারকারী। যেখানে বলা হয়েছে, স্ক্যামার কোম্পানির সিইও হওয়ার ভান করে সেই ব্যক্তিকে প্রতারণা করার কথা ভেবেছিল। তারপর কী হয়েছিল জেনে নিন।


Adani Hindenburg Report: আদানি নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট 'ঠিক নয়', বড় দাবি এই বিনিয়োগকারীর