Disney Plus Hotstar: নেটফ্লিক্সের (Netflix) পর এবার ডিজনি প্লাস হটস্টারের (Disney Plus Hotstar) অ্যাকাউন্ট শেয়ারিং ফিচার ভারতীয় ইউজারদের জন্য সীমিত করতে চলেছে কর্তৃপক্ষ। সম্প্রতি এমনটাই শোনা গিয়েছে। The Walt Disney Company- র ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। এই ওটিটি প্ল্যাটফর্মে যদি একজন ইউজারের প্রিমিয়াম অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন থাকে তাহলে ইউজাররা ১০টি ডিভাইস একসঙ্গে ব্যবহারের সুযোগ পান। তবে শোনা যাচ্ছে, সংস্থা এবার এই শেয়ারিং লগ-ইন ফিচার সীমাবদ্ধ করতে চলেছে। ১০টি নয়, তার পরিবর্তে চারটি ডিভাইসে লগ-ইন করা যাবে। নতুন পলিসিস কবে চালু হবে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে এই বছরের শেষদিকে বা পরের বছর ডিজনি প্লাস হটস্টার তাদের অ্যাকাউন্ট শেয়ারিং ফিচার রেস্ট্রিক্ট করতে চলেছে বলে খবর।
ভারতে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছে নেটফ্লিক্স
সম্প্রতি ভারতীয় ইউজারদের জন্য নতুন নিয়ম চালু করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। আর পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্স অ্যাকাউন্টে লগ-ইন করা যাবে না। একমাত্র একই হাউসহোল্ড অর্থাৎ একই বাড়িতে থাকা সদস্যরা নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিংয়ের সুবিধা পাবেন। অর্থাৎ যাঁরা নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করে একটি প্রাইমারি অ্যাকাউন্টের ভিত্তিতে অর্থাৎ একটিই সাবস্ক্রিপশন প্ল্যানে একাধিক নেটফ্লিক্স অ্যাকাউন্টের সুবিধা পেতে চাইছেন, তাঁদের এক বাড়ির সদস্য হতে হবে। বন্ধুর পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্স দেখার দিন শেষ। তবে এক বাড়ির সদস্য হলে তাঁরা বাড়ির বাইরে থাকলে এমনকি বেড়াতে গেলেও প্রাইমারি অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে নেটফ্লিক্স অ্যাকাউন্টে লগ-ইন করার সুবিধা পাবেন। যাঁরা পাসওয়ার্ড শেয়ার করছেন, তাঁরা একই বাড়ির সদস্য কিনা সেই ব্যাপারে নজরদারি চালাবে নেটফ্লিক্স সংস্থা।
নেটফ্লিক্সের মতো কেন নতুন পদক্ষেপ হটস্টার ডিজনি প্লাসের
শোনা যাচ্ছে, আয়ের পরিমাণ বাড়ানোর জন্যই অ্যাকাউন্ট শেয়ারিং পদ্ধতি ভারতে সীমাবদ্ধ করতে চলেছে ডিজনি প্লাস হটস্টার। বর্তমানে ভারতে একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে। তাই দিনদিন বাড়ছে প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে আয়ের পরিমাণ বাড়ানোর জন্য অ্যাকাউন্ট শেয়ারিং ফিচার সীমিত করতে চাইছে কর্তৃপক্ষ। তাদের মতে, এর ফলে সাবস্ক্রিপশনের পরিমাণ বাড়বে। অর্থাৎ আরও বেশি সংখ্যক ইউজার ডিজনি প্লাস হটস্টার মাধ্যমে যুক্ত হবেন। তবে আপাতত জানা গিয়েছে, প্রিমিয়াম ইউজারদের ক্ষেত্রে অ্যাকাউন্ট শেয়ারিং ফিচার সীমিত করা হবে। অন্যান্যদের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া যাবে তা জানা যায়নি।
আরও পড়ুন- রাস্তাঘাটে ফোন চার্জে বসান? হ্যাকারদের ফাঁদে পড়তে পারেন অজান্তেই! সতর্ক থাকুন