সন্দীপ সরকার, কলকাতা: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। ফুসফুসের নিচের দিকে সংক্রমণ, জানানো হল হাসপাতাল সূত্রে।               


কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? 


গত ৪ দিন ধরেই জ্বরে কষ্ট পাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্রমশ তাঁর শ্বাসকষ্ট বাড়ছিল বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এদিন খুব বেশি শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসকরা প্রথমেই বুকের এক্স-রে করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বাঁদিকের ফুসফুসে সংক্রমণ বেশি। সংক্রমণ রয়েছে ডানদিকের ফুসফুসেও। শ্বাসনালীতেও সংক্রমণ রয়েছে। কী ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ জানতে রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ২ ধরনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে।                


শনিবার দুপুরে খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নেওয়ার সময় প্রবল শ্বাসকষ্ট বোধ করেন বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacharya)। চিকিৎসক পরীক্ষা করে দেখেন শরীরে অক্সিজেনের মাত্রাও কমে যায় অনেকটা। স্যাচুরেশনের মাত্রা ৬৮-তে নেমে যাওয়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তির কথা জানান চিকিৎসকরা। বরাবারই হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনীহা তাঁর। এদিনও অন্যথা হয়নি। পরে চিকিৎসক এবং পরিবারের সদস্যদের জোরাজুরিতেই  হাসপাতালে ভর্তি হতে রাজি হন। উডল্যান্ডস হাসপাতাল থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়ে একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অ্যাম্বুল্যান্স রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে তাঁকে নিয়ে আসে হাসপাতালে।                  


হাসপাতালে আনার প্রথমেই তাঁকে দেওয়া হয় হাই ফ্লো নেজাল অক্সিজেনেশন। উডল্যান্ডস হাসপাতালের কেবিন নম্বর ৫১৬ কেবিনে রয়েছেন তিনি। এরপর শুরু হয় সি প্যাপ সাপোর্ট সিস্টেম দেওয়া। হাসপাতাল সূত্রে খবর, ৮ বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য। তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকরা দেখে বুদ্ধদেব ভট্টাচার্যকে যে অ্যান্টি বায়োটিক দেওয়া হয়, তাঁর মাত্রা পাল্টে দেন। বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে পৌঁছনোর আগে সেখানে পৌঁছন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতনা ভট্টাচার্য। তাঁদের সঙ্গে কথা বলেই যাবতীয় চিকিৎসা করা হবে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, এমনিতেই বর্ষাকালে সিওপিডি-র সমস্যা বাড়ে বলেই জানান চিকিৎসকরা।


আরও পড়ুন: Budhhadeb Bhattacharya : শ্বাসকষ্ট কমাতে দেওয়া হচ্ছে সিপ্যাপ, ৬ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ?