Dizo Watch D Plus: রিয়েলমির টেকলাইফ (Realme Techlife) ব্র্যান্ড ডিজো-র নতুন ঘড়ি লঞ্চ হয়েছে ভারতে। ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে ডিজো ওয়াচ ডি প্লাস (Dizo Watch D Plus)। এই ওয়ারেবল ডিভাইসে রয়েছে একটি ১.৮৫ ইঞ্চির ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে ১১০টিরও বেশি স্পোর্টস মোড। এছাড়াও জানা গিয়েছে, এই স্মার্টওয়াচের ব্যাটারি একবার চার্জ দিলে ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। অন্যদিকে ভারতে সদ্যই লঞ্চ হয়েছে অ্যামেজফিট ব্যান্ড ৭। এর দাম ভারতে ৩৪৯৯ টাকা। কালো, সাদা এবং গোলাপি- এই তিন রঙে পাওয়া যাবে অ্যামেজফিট ব্যান্ড ৭। অ্যামেজফিট কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা সম্ভব। খুব তাড়াতাড়ি অ্যামাজনেও পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড।
ডিজো ওয়াচ ডি প্লাসের ভারতে দাম
এই স্মার্টওয়াচের দাম ৪৯৯৯ টাকা। তিনটি রঙে লঞ্চ হয়েছে ডিজো ওয়াচ ডি প্লাস। কালো, নীল এবং ধূসর রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। ফ্লিপকার্টে এই স্মার্টওয়াচ দেখা গেলেও এখনই তা কেনা যাবে না। আগামী ১৫ নভেম্বর বেলা ১২টা থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে।
ডিজো ওয়াচ ডি প্লাস স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই স্মার্টওয়াচে একটি চৌকো আকৃতির স্পোর্টি ডিজাইনের ১.৮৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের চার ধারের অংশ কিছুটা কার্ভড।
- এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং একটি সিলিকন স্টাইলের স্ট্র্যাপ। ১৫০টি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। এই ওয়াচ ফেসগুলো নির্দিষ্ট অ্যাপ থেকে ইনস্টল করা যাবে এবং অ্যাপ্লাই করা যাবে।
- ১১০টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। তার মধ্যে রয়েছে যোগা, ক্যারাটে, হর্স রাইডিং, জিমন্যাস্টিক, হাইকিং, ক্রস্ফিট, ডিস্ক গেম, ড্যান্সিং, তাইকুন্ডো এবং আরও অনেক কিছু।
- একাধিক হেলথ ফিচার রয়েছে ডিজো ওয়াচ ডি প্লাস মডেলে। এখানে রিয়েল টাইল হার্ট রেট মনিটরিং সিস্টেমের পাশাপাশি রয়েছে SpO2 সেনসর। এর সাহায্যে ব্লাড অক্সিজেন লেভেল মনিটর করা যাবে। এর সঙ্গে স্লিপ ট্র্যাকার, ক্যালোরি ট্র্যাকারও রয়েছে। এছাড়াও মহিলাদের সুবিধায় রয়েছে মেন্সট্রুয়াল সাইকেল পিরিয়ড ট্র্যাকার ফিচার। হেলথ ফিচার ছাড়াও রয়েছে ড্রিঙ্ক রিমাইন্ডার এবং সেডেন্টরি রিমাইন্ডার ফিচার।
- অন্যান্য স্মার্টওয়াচের মতো এখানেও ফোন এবং মেসেজের জন্য অ্যালার্ট পাওয়া যাবে। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ফিচার। জলের মধ্যে ৩০ মিটার পর্যন্ত নষ্ট হবে না এই স্মার্টওয়াচ। অতএব সাঁতারের সময় আপনি আনায়সে এই স্মার্টওয়াচ পড়তে পারেন।
- এখানে রয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে ১৪ দিন ব্যাটারি লাইফ বজায় থাকবে। আর স্ট্যান্ডবাই পাওয়া যাবে ৬০ দিন।
আরও পড়ুন- ভারতে হাজির নতুন ফিটনেস ব্যান্ড অ্যামেজফিট ব্যান্ড ৭, রয়েছে ১২০টি স্পোর্টস মোড, দাম কত?